Saayoni-Bhaswar: নতুন সাংসদ সায়নীর কাছে ভাস্বরের অভিযোগ, কী নালিশ করলেন অভিনেতা?

Saayoni-Bhaswar: দুজনে একই ইন্ডাস্ট্রির তারকা হলেও একজন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অন্যজন পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। যাদবপুর কেন্দ্র থেকে সদ্য ভোটে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। কিছুদিন পর দিল্লিতে শপথ নিতেও যাবেন তিনি। যদিও বিনোদন জগতের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গত বছরই সায়নীকে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ আবার প্রলয়-এ।

Advertisement
নতুন সাংসদ সায়নীর কাছে ভাস্বরের অভিযোগ, কী নালিশ করলেন অভিনেতা?ভাস্বর-সায়নী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • যাদবপুর কেন্দ্র থেকে সদ্য ভোটে জয়ী হয়েছেন সায়নী ঘোষ।

দুজনে একই ইন্ডাস্ট্রির তারকা হলেও একজন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অন্যজন পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। যাদবপুর কেন্দ্র থেকে সদ্য ভোটে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। কিছুদিন পর দিল্লিতে শপথ নিতেও যাবেন তিনি। যদিও বিনোদন জগতের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গত বছরই সায়নীকে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ আবার প্রলয়-এ। সাংসদ হওয়ার পর বিনোদনের সঙ্গে যুক্ত বহুজনই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তবে অভিনেতা ভাস্বর সে পথে হাঁটালেন না। সায়নীর কাছে সোজা নালিশ ঠুকে দিলেন। 

সায়নীর নির্বাচনী এলাকা যাদবপুর কেন্দ্র নিয়েই অভিযোগ জানাতে দেখা গেল ভাস্বরকে সোশ্যাল মিডিয়া পেজে। দাসানি ২ স্টুডিওতে যাওয়ার রাস্তার করুণ অবস্থার কথা তুলে ধরলেন অভিনেতা তাঁর ফেসবুক পেজে। ভাস্বরের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে আলো-আঁধারির মধ্যে থাকা একটি ভাঙাচোরা রাস্তা। যার অবস্থা সত্যিই অত্যন্ত খারাপ। এই ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'মাননীয়া সায়নী ঘোষ, এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে Dassani 2 studio তে shoot করতে আসছি,একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে cycle বা পায়ে হেঁটে shooting করতে এলে ভাল হত। বর্ষায় কতটা সাংঘাতিক হয়ে ওঠে hope you understand। বিগত দিনে কেউ কাজ করেনি।আপনি আশা করি এর সুরাহা করবেন কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন।' 

ভাস্বরের যদিও সরাসরি এই বিষয়ে সায়নীর সঙ্গে কথা হয়নি। তবে সায়নী ভাস্বরের এই পোস্টে কমেন্ট করে আশ্বাস দিয়েছেন। সায়নী লিখেছেন, 'ভাস্বর দা অবশ্যই বিষয়টি দেখা হবে। আপনি দয়া করে আমার টিমের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট রাস্তাটি চেনাতে সাহায্য করবেন।' সায়নীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে তাঁকে ধন্যবাদ জানাতেও ভোলেননি ভাস্বর। ভাস্বর এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এর আগে তিনি চিত্রায়ন স্টুডিওর রাস্তার কথাও জানিয়েছিলেন এবং সেই রাস্তাও ঠিক হয়েছে। অভিনেতা জানিয়েছেন, ২০১৪ সাল থেকে এই রাস্তার অবস্থা একই। নেতা বদল হলেও রাস্তা সারাই হয়নি। ভাস্বরের কথায় এটা স্পষ্ট যে দাসানি স্টুডিওর এই রাস্তা সাংঘাতিক এবং বর্ষার সময় তা আরও ভয়ানক হয়ে ওঠে। 

Advertisement

এর আগেও এই অভিযোগ জানানোর চেষ্টা করেছেন অভিনেতা। কিন্তু কেউ কান দেননি। সাংসদের পাশাপাশি সায়নী তাঁর সহকর্মী। তাই তাঁর আশা, পরিস্থিতি নজরে এলে তিনি নিশ্চয়ই কোনও না কোনও পদক্ষেপ করবেন সায়নী। এখন কতদিনে এই রাস্তা সারাই হয় সেদিকেই তাকিয়ে ভাস্বর সহ অন্যান্যরা।

POST A COMMENT
Advertisement