Sunny Leone-Dev: দেবের সঙ্গে সানি লিওনির 'মাখোমাখো' মুহূর্ত, সেই VIDEO VIRAL

Sunny Leone-Dev: টলিউডের সুপারস্টার দেবের কেরিয়ার এখন মধ্য গগনে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। যেখানে দশ বছর পর ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকেরা। দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর এঁদের একসঙ্গে যে ফের দেখা যাবে, সেই আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। তবে ধূমকেতু আবার মিলিয়ে দিল টলিপাড়ার এই হিট জুটিকে।

Advertisement
দেবের সঙ্গে সানি লিওনির 'মাখোমাখো' মুহূর্ত, সেই VIDEO VIRALদেব-সানি লিওনি
হাইলাইটস
  • টলিউডের সুপারস্টার দেবের কেরিয়ার এখন মধ্য গগনে।

টলিউডের সুপারস্টার দেবের কেরিয়ার এখন মধ্য গগনে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। যেখানে দশ বছর পর ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকেরা। দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর এঁদের একসঙ্গে যে ফের দেখা যাবে, সেই আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। তবে ধূমকেতু আবার মিলিয়ে দিল টলিপাড়ার এই হিট জুটিকে। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে দেব রোম্যান্টিক ডান্স করছেন বলিউডের বেবিডল সানি লিওনির সঙ্গে। 

এমনিতেই দেবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তারওপর বি-টাউনের নায়িকা সানি লিওনির ক্রেজও কিছু কম নয়। আর দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে। দেব পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট আর সানি লিওনির পরনে ছাই রঙের শিফন শাড়ি। দেব ও সানিকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবেরই হিট গান কী করে তোকে বলব, তুই কে আমার। দেব-সানি লিওনির সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মনামি ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তবে এটা সাম্প্রতিক কোনও ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। 

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওনি। সেই সময়ই দেবের সঙ্গে তাঁকে পা মেলাতে দেখা গিয়েছিল। এই সিজনে বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব। আর সেই সময়ই সানি লিওনির সঙ্গে তাঁকে ডান্স করতে দেখা যায়। সেই সময় দেব ও সানিকে একসঙ্গে ডান্স করতে দেখে যে উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে, সেই পুরনো ভিডিও ফের ভাইরাল হতে আবারও একই উন্মাদনা দেখা যায়।  

গত ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতিমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল। ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাত-এর টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সকলকে মুগ্ধ করেছে। পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত। দশ বছর পর ধূমকেতু মুক্তি পাওয়ার পর যে সাফল্য এসেছে দেব ও তাঁর টিম মনে করছেন চার বছর পর পুজোয় মুক্তি পাওয়া রঘু ডাকাতও একই সফলতা নিয়ে আসবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement