Actor Dev: দোলের পরই সুখবর দিলেন দেব, পূরণ হচ্ছে ৪ বছরের স্বপ্ন

Actor Dev: পুরো চার বছরের অপেক্ষা। আর এই ৪ বছরে দেবকে একাধিকবার 'রঘু ডাকাত' কবে আসছে এই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে 'রঘু ডাকাত' এবার বিশ বাঁও জলে। তবে সেই ধারণাকে ভেঙে দিয়ে চলতি বছরের শুরুতেই দেব জানিয়ে দিয়েছিলেন যে 'রঘু ডাকাত' এবার ফ্লোরে আসতে চলেছে।

Advertisement
দোলের পরই সুখবর দিলেন দেব, পূরণ হচ্ছে ৪ বছরের স্বপ্নদেব
হাইলাইটস
  • আর দোলের পরেই রবিবার দেব দিলেন আরও এক সুখবর।

পুরো চার বছরের অপেক্ষা। আর এই ৪ বছরে দেবকে একাধিকবার 'রঘু ডাকাত' কবে আসছে এই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। অনেকেই ভেবে নিয়েছিলেন যে 'রঘু ডাকাত' এবার বিশ বাঁও জলে। তবে সেই ধারণাকে ভেঙে দিয়ে চলতি বছরের শুরুতেই দেব জানিয়ে দিয়েছিলেন যে 'রঘু ডাকাত' এবার ফ্লোরে আসতে চলেছে। আর দোলের পরেই রবিবার দেব দিলেন আরও এক সুখবর। অভিনেতা জানিয়ে দিলেন, রবিবার থেকেই এই ছবির শ্যুটিং শুরু হচ্ছে। 

দেব তাঁর সোশ্যাল মিডিয়া পেজে 'রঘু ডাকাত'-র ছবির পোস্টার দিয়ে লেখেন, '২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে, কারণ আজ (১৬ মার্চ) আমরা শ্যুটিং শুরু করছি। আমার দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (SVF) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে প্রতিটি পয়সা মূল্যবান, তবুও তাঁরা এই দুর্দান্ত কাজটি তৈরি করার সাহস দেখিয়েছেন।' দুই প্রযোজকের পাশাপাশি দেব এই ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে ভোলেননি। 

দেব এরপরই জানান যে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে এটাই হতে চলেছে সবচেয়ে বড় বাংলা ছবি। আর তার জন্য সকলকে প্রস্তুত থাকতেও বলেছেন। রবিবার থেকেই এই শহরে শুরু হচ্ছে 'রঘু ডাকাত' ছবির শ্যুটিং। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নিজেকে রঘু ডাকাতের ছাঁচে ফেলতে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিলেন দেব। লম্বা চুল এবং দাড়ি রেখেছেন। নতুন করে ঘোড়ায় চড়া শিখেছেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি লাঠিখেলাও শিখতে হয়েছে অভিনেতাকে। ছবির জন্য বাংলার সব থেকে বড় রায়বেশে দলের কর্ণধারের কাছে দেব লাঠিখেলার প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছেন খোদ পরিচালক। এমনকী রপ্ত করেছেন আঞ্চলিক ভাষাও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জানা গিয়েছে, 'রঘু ডাকাত' ছবির শ্যুটিং পুরোটাই হবে এই রাজ্যে। আগামী কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন লোকেশনে চলবে এই ছবির শ্যুটিং। দেব ছাড়াও এই ছবিতে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকারকে। প্রসঙ্গত, ২০২১ সালে প্রথমবার দেবের রঘু ডাকাত লুকস সামনে আসে। ছবির ঘোষণা করেন এসভিএফ। বহু বাধা পেরিয়ে এ বার দেবের সঙ্গে যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে ছবির শ্যুটিং। চলতি বছরের পুজোতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রঘু ডাকাত-এর।  

Advertisement

POST A COMMENT
Advertisement