scorecardresearch
 

Dev-Jisshu: 'শুনলাম শাহরুখের সঙ্গে সিনেমা করছ?' যিশুকে ফোন দেবের, কী বললেন অভিনেতা?

Dev-Jisshu: দেব-যিশুর ফোনালাপ এখন সকলের সামনেই চলছে। কখনও যিশু ফোন করে বসেন আবার কখনও বা দেব ফোন করেন। সকলের সামনেই চলে কথাবার্তা। খাদান ছবির একটি গানের প্রচারে গিয়ে দেব এবার ফোন করলেন যিশুকে।

Advertisement
দেব-যিশুর কথোপকথন দেব-যিশুর কথোপকথন
হাইলাইটস
  • দেব-যিশুর ফোনালাপ এখন সকলের সামনেই চলছে।

দেব-যিশুর ফোনালাপ এখন সকলের সামনেই চলছে। কখনও যিশু ফোন করে বসেন আবার কখনও বা দেব ফোন করেন। সকলের সামনেই চলে কথাবার্তা। খাদান ছবির একটি গানের প্রচারে গিয়ে দেব এবার ফোন করলেন যিশুকে। আর ফোন করেই যিশুকে সটান প্রশ্ন, শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ? দেবের প্রশ্নে যিশু দিলেন খাসা উত্তর। 

আসলে অনেকদিন ধরেই টলিপাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছিল যে শাহরুখ খানের কিং সিনেমায় নাকি দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে। সেই জল্পনাতেই একপ্রকার ঘি ঢেলে দিলেন অভিনেতা-প্রযোজক দেব। খাদান সিনেমার একটি গানের প্রচারের মাঝেই যিশুকে ফোন করলেন দেব। স্পিকারে দিয়েই দেব সাংবাদিকদের সামনেই জানতে চাইলেন, শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ? দেবের এই প্রশ্নে জল্পনা জিইয়ে রেখে যিশু বললেন, সে তো আমিও শুনলাম। যিশুর উত্তর শেষ হতে না হতেই দেবের পালটা প্রশ্ন, কনফার্ম নয়? যিশুর জবাব, আমি অন্তত জানি না। আমি হয়তো...। কথা শেষ হওয়ার আগে দেব বলেন যে তিনি রাতে যিশুকে ফোন করছেন। আলোচনা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে দেখে ফোনের স্পিকার অফ করে দেন দেব। হাসতে হাসতে অভিনেতা বলেন, রাতে ফোন করব।

দেব-যিশুর এই কথোপকথন থেকে এটা একেবারেই স্পষ্ট হলো না যে যিশু আদৌও শাহরুখের ছবিতে অভিনয় করছেন কিনা। যদিও ইতিমধ্যেই যিশু বলিউডে তাঁর পা রেখে ফেলেছেন। বেশ কিছু ওয়েব সিরিজ ও সিনেমায় তাঁকে কাজ করতে দেখা গিয়েছে। দক্ষিণী ছবিতেও তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। খাদান ছবিতে যিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। এইসবের মাঝেই যিশুর ডিভোর্স চর্চা বেশ তুঙ্গে। 

আরও পড়ুন

স্ত্রী নীলাঞ্জনা ও দুই মেয়ের সঙ্গে যিশু এখন একসঙ্গে থাকেন না। বহুবছরের দাম্পত্যে চিড় ধরেছে। সেটা নিয়েই কিছুটা মানসিক চাপেই রয়েছেন অভিনেতা। সাংবাদিকদের একপ্রকার এড়িয়েই চলছেন। আর যে কারণে খাদার ছবির প্রচারেও তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না। এই ছবিতে বহুদিন পর দেবকে অ্যাকশনের মেজাজে দেখা যাবে। তাঁর সঙ্গী হিসেবেই যিশুকে দেখা যাচ্ছে। বড়দিনের ঠিক আগে, ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’।  
 

Advertisement

Advertisement