scorecardresearch
 

Actor Dev: 'ফিরল বাংলা সিনেমা', 'খাদান' সাফল্যের মাঝে বড় দাবি দেবের

Actor Dev: বছর শেষে বাংলা সিনেমার নবজাগরণ। বড়দিনের আগেই চার-চারটে বাংলা সিনেমা একই দিনে মুক্তি পেয়েছে। যদিও জোর টক্কর চলছে দেবের খাদান ও রাজ রাজ-শুভশ্রীর সন্তানের মধ্যে। যদিও দর্শকদের একাংশ দেবের খাদান-কে এগিয়ে রেখেছে।

Advertisement
সোশ্যাল মিডিয়ায় বড় দাবি দেবের সোশ্যাল মিডিয়ায় বড় দাবি দেবের
হাইলাইটস
  • বছর শেষে বাংলা সিনেমার নবজাগরণ।

বছর শেষে বাংলা সিনেমার নবজাগরণ। বড়দিনের আগেই চার-চারটে বাংলা সিনেমা একই দিনে মুক্তি পেয়েছে। যদিও জোর টক্কর চলছে দেবের খাদান ও রাজ রাজ-শুভশ্রীর সন্তানের মধ্যে। যদিও দর্শকদের একাংশ দেবের খাদান-কে এগিয়ে রেখেছে। বক্স অফিসও বলছে ছবির ব্যবসা ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়েছে। প্রতিদিনই সিনেমা হলে খাদান হাউজফুল। আপ্লুত দেব। প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছেন। এবার অভিনেতা দাবি করলেন, বাংলা সিনেমা কামব্যাক করেছে।

দেব তাঁর ভক্তদের উদ্দেশ্যে এদিন একটি পোস্ট করেন। যেখানে লেখা, আমার দর্শকদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা আমার কাছে নেই… ‘চাঁদের পাহাড়’ ও ‘আমাজন অভিযান’-এর পর এই রকম রেসপন্স ‘খাদান’ পাচ্ছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন বেশি, দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিন আরও বেশি…. প্রত্যেকটা দিনে নতুন রেকর্ড হচ্ছে। এই আবেগ শব্দে কীভাবে প্রকাশ করব আমি জানি না….দর্শক খুশি, তো আমি খুশি। সবাইকে ধন্যবাদ। ভালোবাসা রইল। শুধু আমি না, ‘খাদান’ বাংলা সিনেমাকেও ফেরাল।

খাদান সিনেমার মাধ্যমে দেব বহু বছর পর কামব্যাক করেছেন কর্মাশিয়াল ছবিতে। নাচ-গান সহ ভরপুর অ্যাকশনে খাদান ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে। বৃহস্পতিবার এই ছবির প্রথম শো ছিল রাত ২টোর সময়। যা ছিল হাউজফুল। বুকিং শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই সমস্ত টিকিট শেষ। যা কিনা পশ্চিমবঙ্গে এই প্রথমবার বলেই দাবি। দেব তাঁর পুরনো অবতারে ফিরে আসায় যারপরনাই খুশি তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রশংসা যিশু সেনগুপ্তও বিস্তর পেয়েছেন। দেব যদি এছবির কৃষ্ণ হন, তাহলে ‘সারথি কৃষ্ণ’ যিশু। দুজনের যুগলবন্দি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

Advertisement

অন্যদিকে সন্তান ছবিটি বক্স অফিসে কত আয় করেছে সেটা এখনও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়নি। তবে দর্শকদের থেকে দুটো ছবিই দারুণ সাড়া পাচ্ছে। খাদান ছবির প্রচারে প্রথম থেকেই ছিল একের পর এক চমক। গোটা বাংলা জুড়ে চলেছে খাদান ছবির প্রচার। তাই এই ছবি ঘিরে দেবের আশা-প্রত্যাশা ছিল একেবারে তুঙ্গে। তবে অভিনেতার সেই আশা এবার পূরণ হচ্ছে ধীরে ধীরে। প্রসঙ্গত, খাদান ও সন্তান ছাড়াও ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তর ক্রাইম থ্রিলার চালচিত্র ও মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন। 
 

আরও পড়ুন

TAGS:
Advertisement