
বেশ কয়েক বছর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছিল এক জবরদস্ত হিরোকে। যিনি নাচে-অ্যাকশনে পারদর্শী। যাঁকে দেখলে মেয়েদের ধুকপুকানি বেড়ে যায়, সিনেমা হলে পড়ে একের পর এক সিটি। টলিউডে সেই হিরোর নাম দেব। যিনি আজও রাজ করছেন বাংলা সিনেমা প্রেমীদের মনে। ২৫ ডিসেম্বর সেই দেবের জন্মদিন। জন্মদিনের আগে মুক্তি পেয়েছে খাদান। যা বক্স অফিসে হিট। অনেক লড়াই করে আজকে দেব এই জায়গায় এসে পৌঁছেছেন। আগে সাউথ সিটির ফ্ল্যাটে থাকলেও, এখন দেব থাকেন আরবানার পেন্টহাউসে। পেল্লাই সাইজের সেই ফ্ল্যাটের দাম কত জানেন?
দেবের সেই আরবানার পেন্টহাউসে কি না নেই বলুন তো। ছাদে রয়েছে সুবিশাল সুইমিং পুল, বাড়ির ভেতরেই থিয়েটার রুম, চোখ ধাঁধানো অন্দরমহল। মাঝে মাঝে দেব তাণর বাড়ির ছবি পোস্ট করে থাকেন। আর সেই পেন্টহাউজের দামও আকাশছোঁয়া। এই ফ্ল্য়াটে মা-বাবা ও পোষ্যকে নিয়ে থাকেন দেব। বর্তমানে দেবের এই পেন্টহাউজের দাম কোটি টাকা। গত লোকসভা ভোটের আগে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়ানোর নমিনেশন পেশ করার সময়, মোট সম্পত্তির যে হিসাব দেন দেব, তা দেখে অনেকেই অবাক হয়ে যান।
সেখানে তিনি জানান, ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আয় করেছেন। সঙ্গে দেব জানিয়েছিলেন তাঁর বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা। সঙ্গে একাধিক ফ্ল্যাট রয়েছে তাঁর নামে। কলকাতার সাউথ সিটি-র ৫ নং, ৪ নং টাওয়ারে দুটি ফ্ল্যাট রয়েছে দেবের। আরবানা-র ৩ নং টাওয়ারে এই পেন্ট হাউজটিও রয়েছে। এছাড়া বেদিক ভিলেজেও দেবের নিজস্ব সম্পত্তি রয়েছে। নমিনেশনে দেওয়া সংখ্যা অনুসারে, আরবানার ফ্ল্যাটটির পিছনে দেব খরচ করেছিলেন ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা। অন্যদিকে, ভাড়ায় দেওয়া সাউথ সিটির ফ্ল্যাটটি। যেখান থেকে বছরে ভাড়া পান ১৮ লক্ষ ৪০ হাজার টাকা।
দেবের ছোটবেলা কেটেছে মুম্বইয়ের এক কলোনি এলাকায়। বাবা গুরুপদ অধিকারির ছিল ক্যাটারিংয়ের ব্যবসা। ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ক্যাটারিং করতেন অভিনেতার বাবা। এক সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গিয়েছিল যে সঞ্জয় দত্তের গাড়ির ড্রাইভার তাঁর উপর চিৎকার করেছিল, কারণ তিনি দামি বিএমডাব্লিউ গাড়ি ছুঁয়েছিলেন। আর সেই দেব এখন থাকেন বিলাসবহুল পেন্টহাউসে। কলকাতায় আসার পর তাঁর কেরিয়ার যখন পিক পয়েন্টে সেই সময় দেব সাউথ সিটিটে ফ্ল্যাট কিনেছিলেন। তবে সেই ফ্ল্যাট এখন ভাড়ায় দেওয়া আর তিনি নিজে থাকেন এই পেন্টহাউসে।