
'প্রজাপতি ২'-এর শ্যুটিং আপাতত লন্ডনে হয়ে গিয়েছে। তবে দেব বিদেশ থেকে ফেরেননি। মা-বাবা ও বোনকে নিয়ে স্কটল্যান্ডে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন টলিপাড়ার সুপারস্টার। আর ভ্যাকেশনে গিয়ে একাধিক ছবি পোস্ট করছেন দেব। আর সেই ছবিতেই দেখা গেল, মায়ের ক্যামেরায় পোজ দিচ্ছেন দেব। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অভিনেতা পেলেন একরাশ ভালোবাসা।
পরিবার নিয়ে স্কটল্যান্ডে দেব
মা-ছেলের বন্ডিং দারুণ সুন্দর। মা মৌসুমী অধিকারীকে দেব তাঁর ছবির শ্যুটিংয়ে প্রায়ই নিয়ে যান। এবারে লন্ডনে প্রজাপতি ২-এর শ্যুটিংয়েও গোটা পরিবারকে নিয়েই চলে এসেছিলেন দেব। লন্ডনে শ্যুটিংয়ের পর সকলে কলকাতায় ফিরে এলেও দেব তাঁর পরিবারকে নিয়ে স্কটল্যান্ডে চলে যান। পরিবারের সঙ্গে বিদেশেই ভাল সময় কাটাচ্ছেন অভিনেতা। পরিবারের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করছেন দেব। এই ছবি দেখে অনেকেই অভিনেতাকে ফ্যামিলি ম্যান বলে অভিহিত করেছেন। অভিনেতার থেকে বেশি নজর কেড়েছেন তাঁর বাবা-মা।
দেবের ছবি তুললেন মা
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে দুটি ছবি। যেখানে দেবকে পোজ দিতে দেখা গিয়েছে মা মৌসুমী অধিকারীর মোবাইল ক্যামেরায়। সাদা রঙের টি-শার্ট ও নীল ডেনিম পরেছেন দেব। পায়ে সাদা স্নিকার্স ও সানগ্লাস। মাঠের ওপর কোরিয়ান ড্রামা স্টাইলে পোজ দিয়েছেন দেব, আর সেই ছবি তুলছেন মা মৌসুমী অধিকারী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। অনেকেই বলেছেন মায়ের মতো কেউ এরকম ভাল ছবি তুলে দিতে পারবেন না। বিদেশের মাটিতে বাবা-মায়ের হাসিমুখ দেখে আর পাঁচটা ছেলের মতই গর্ববোধ করছেন দেব।
ধূমকেতু মুক্তি
'প্রজাপতি ২'-তে দেখা যাবে জ্যোর্তিময়ী ও ইধিকা দুজনকেই। রয়েছেন মিঠুন চক্রবর্তীও। তবে দেশে ফিরেই দেব ব্যস্ত হয়ে পড়বেন তাঁর আগামী ছবি 'ধূমকেতু'র প্রচার নিয়ে। আগাী ১৪ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। এটাই দেব ও শুভশ্রীর জুটিতে শেষ সিনেমা। প্রায় ৯ বছর পর এই ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে যা ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। 'ধুমকেতু' ছবির পর মুক্তি পাবে রঘু ডাকাত। আগামী দুর্গাপুজো উপলক্ষ্যে এই ছবিটি মুক্তি পাবে বড় পর্দায়। এই সিনেমায় দেবের সঙ্গে দুটি বাঁধতে দেখা যাবে ইধিকাকে।