
দাদু-বাবা দুজনেই বড় মাপের অভিনেতা। রক্তেই লুকিয়ে অভিনয়। তাই বিনোদন জগত নিজেকে দূরে রাখতে পারেননি শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া। দাদু ও বাবার মতো হিয়াও এবার নাম লেখাতে চলেছে অভিনয় জগতে। এবার টলিউডে ডেবিউ করবেন শাশ্বত-কন্যা হিয়া। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে দেখা যাবে নবাগতা হিয়াকে। ইতিমধ্যেই এই ছবির টিজার সামনে এসেছে।
রাহুলের নতুন ছবিতে দেখতে পাওয়া যাবে একের পর এক নতুন চমক। এই ছবির হাত ধরেই প্রথম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ঋত্বিক ভৌমিকও এই ছবির হাত ধরে করতে চলেছেন বাংলায় ডেবিউ। দেখা যাবে পারিয়া অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কেও। ছবির নাম মন মানে না। তবে এই সিনেমায় সবচেয়ে বড় চমক হল হিয়া।
বাবা শাশ্বত চট্টোপাধ্যায় তাঁর কেরিয়ার শুরু করেন ছোটপর্দা দিয়ে। তারপর একের পর এক সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। শুধু টলিউডে নয়, শাশ্বত বলিউডেও ইতিমধ্যেই একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই হিয়ার অভিনয় দিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা য উচ্চ, তা বলার অপেক্ষা রাখে না। হিয়াও এই সুযোগ পেয়ে ভীষণ খুশি। প্রথম প্রথম কিছুটা নার্ভাস লাগলেও তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন, তাই খুব স্বাভাবিকভাবেই এই সুযোগটি হাতছাড়া করেননি তিনি।
হিয়া অবশ্য অনেক আগে থেকেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখে ফেলেছেন। ফটোশ্য়ুট তো বটেই গয়নার বিজ্ঞাপনেও নজর কেড়েছেন শাশ্বত কন্যা। দাদু এবং বাবার পর হিয়া হতে চলেছেন বংশের তৃতীয় প্রজন্ম, যিনি টলিউডে অভিনয় করতে চলেছেন। বাবা-মার সমর্থন থাকলেও বাবা বাড়তি মেয়েকে কোনও সুযোগ দিতে নারাজ। তবে ছবি নিয়ে কথা বলার সময় বা স্ক্রিপ্ট রিডিং সেশনে মেয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মা। হিয়ার লুকস কিন্তু ইতিমধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডে চর্চিত। ওয়েস্টার্ন হোক বা ভারতীয় সবেতেই হিয়াকে দারুণ লাগে।
হিয়া নাচেও পারদর্শী। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই সেইসব নাচের ভিডিও দেখা যাবে। পড়াশোনাতেই খুবই ভাল হিয়া। প্রথম থেকেই শাশ্বত-কন্যা বিনোদন জগতে আসতে চেয়েছিলেন। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে হিয়ার। এখন অপেক্ষা মন মানে না ছবি কেমন সাড়া ফেলে দর্শকদের মধ্যে।