Om Sahani: শ্রাবন্তীর সঙ্গে ছবি ফ্লপ, ১০ বছর পর ছোটপর্দায় কামব্যাক এই নায়কের

Om Sahani: ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন পাড়ি দিচ্ছেন বড়পর্দায়। যে কারণে ছোটপর্দায় শুরু হওয়া নতুন নতুন সিরিয়ালগুলি ইদানিং নতুন মুখ খুঁজতে শুরু করেছেন। তবে নতুন মুখের পাশাপাশি পুরনো মুখও আবার কামব্যাক করছে ছোটপর্দায়। তাঁদের মধ্যে একজন হলেন টেলিভিশনের অতি পরিচিত মুখ ওম সাহানি।

Advertisement
শ্রাবন্তীর সঙ্গে ছবি ফ্লপ, ১০ বছর পর ছোটপর্দায় কামব্যাক এই নায়কেরছোটপর্দায় ফিরছেন নাকি শ্রাবন্তীর নায়ক?
হাইলাইটস
  • ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন পাড়ি দিচ্ছেন বড়পর্দায়। যে কারণে ছোটপর্দায় শুরু হওয়া নতুন নতুন সিরিয়ালগুলি ইদানিং নতুন মুখ খুঁজতে শুরু করেছেন।

ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন পাড়ি দিচ্ছেন বড়পর্দায়। যে কারণে ছোটপর্দায় শুরু হওয়া নতুন নতুন সিরিয়ালগুলি ইদানিং নতুন মুখ খুঁজতে শুরু করেছেন। তবে নতুন মুখের পাশাপাশি পুরনো মুখও আবার কামব্যাক করছে ছোটপর্দায়। তাঁদের মধ্যে একজন হলেন টেলিভিশনের অতি পরিচিত মুখ ওম সাহানি। খুব শীঘ্রই নাকি অভিনেতা কামব্যাক করতে চলেছেন টেলিভিশনে।

ছোটপর্দা দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন ওম। পরবর্তীকালে তিনি সিনেমায় মনোনিবেশ করেন। শোনা যাচ্ছে ফের একবার তিনি সিরিয়ালে ফিরতে চলেছেন। ওমের বিনোদন জগতের সঙ্গে পথ চলা শুরু হয় রিয়্যালিটি শোয়ের হাত ধরে। সেখান থেকে তিনি সিরিয়ালে অভিনয় শুরু করেন। ২০১৫ সালে বড়পর্দায় পা রাখেন অভিনেতা। বেশ কিছু ছবিতেও কাজ করেছেন। অবাঙালি এই অভিনেতাকে দেখা গিয়েছে শ্রাবন্তীর সঙ্গেও অভিনয় করতে। শোনা যাচ্ছে ফের নাকি টেলিভিশনে ফেরার তোড়জোড় করছেন ওম।  

শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনায় পরবর্তী সিরিয়ালের নায়ক হচ্ছেন ওম। নায়িকা অবশ্য নবাগতা। ‘সুপার সিঙ্গার’ এর এক প্রতিযোগীকেই নাকি এবার অভিনয়ে আনতে চলেছেন যিশু। খবর সত্যি হলে প্রায় এক দশক পর সিরিয়ালে ফিরবেন ওম। শ্রাবন্তীর সঙ্গে তাঁর শেষ ছবি তেমন সফল হয়নি। সিরিয়ালে দর্শক তাঁকে কতটা গ্রহণ করে সেটাই দেখার।

এ বিষয়ে bangla.aajtak.in-কে ওম সাহানি জানিয়েছেন যে কথাবার্তা কিছুটা এগিয়েছিল। তবে এই মুহূর্তে তিনি টেলিভিশনে ফেরার কথা ভাবছেন না। হাতে তিনটে ছবি রয়েছে। তাই ওম এখন অক্টোবর পর্যন্ত পুরোপুরি ব্যস্ত থাকবেন। তবে এইসবের পর যদি সময় থাকে তাহলে অবশ্যই তিনি ছোটপর্দায় ফিরবেন। কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে কিছুই ভাবছেন না। 

তবে ওম একা নন, অভিনেতা রোহন ভট্টাচার্যকেও নাকি আবার দেখা যাবে সিরিয়ালে। ‘অপরাজিতা অপু’র পর ওয়েব সিরিজ, সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন রোহন। আগামীতে দেবের ‘বাঘা যতীন’ ছবিতেও দেখা যাবে তাঁকে। টেলিপাড়ায় গুঞ্জন বলছে, ব্লুজ প্রোডাকশনের আসন্ন সিরিয়ালে নায়ক হয়ে ফিরবেন ‘দীপু’। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সংস্থার তরফে।

Advertisement

     

POST A COMMENT
Advertisement