Piya Chakraborty: জুনেই আসছে পরমব্রতর সন্তান, প্রেগন্যান্সি ক্রেভিংসে কী খাচ্ছেন পিয়া?

Piya Chakraborty: বিয়ের একবছর পেরোতে না পেরোতেই সুখবর শুনিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাঁদের সংসারে আসতে চলেছে ছোট্ট অতিথি। প্রেম দিবসের পর পরই এই খবর শেয়ার করতেই দারুণ খুশি নেটিজেনরা। জুন মাসেই আসতে পারে পিয়া-পরমব্রতর প্রথম সন্তান।

Advertisement
জুনেই আসছে পরমব্রতর সন্তান, প্রেগন্যান্সি ক্রেভিংসে কী খাচ্ছেন পিয়া?পরমব্রত-পিয়া
হাইলাইটস
  • বিয়ের একবছর পেরোতে না পেরোতেই সুখবর শুনিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী।

বিয়ের একবছর পেরোতে না পেরোতেই সুখবর শুনিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাঁদের সংসারে আসতে চলেছে ছোট্ট অতিথি। প্রেম দিবসের পর পরই এই খবর শেয়ার করতেই দারুণ খুশি নেটিজেনরা। জুন মাসেই আসতে পারে পিয়া-পরমব্রতর প্রথম সন্তান। আর এই প্রেগন্যান্সির সময় নানান ধরনের খাবারের প্রতি ক্রেভিংস হতেই থাকে। আর পিয়ার এই সময় কী খাওয়ার ক্রেভিংস হচ্ছে, তা নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। 

প্রেগন্যান্সি ক্রেভিংস খুবই সাধারণ বিষয়। এই সময় অনেকেরই মুখরোচক, মিষ্টি, টক, ঝাল জাতীয় খাবার খেতে প্রবল ইচ্ছে করে। এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়া। আর তাঁর এখন আইসক্রিম খাওয়ার ক্রেভিংস দেখা দিয়েছে। শুক্রবার পিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেছেন, যেখানে পরম-পত্নী ডার্ক চকোলেট আইসক্রিমের ছবি দিয়েছেন। আর সেখানে লেখা, নিজের অতিরিক্ত যত্ন নিচ্ছি। পিয়ার এখন যে আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছে তা একেবারেই স্পষ্ট। 

২০২৩ সালের শেষের দিতে হঠাৎই পরমব্রত বিয়ে করে নেন সমাজকর্মী তথা গায়িকা পিয়া চক্রবর্তীর সঙ্গে। যদিও টলিউডে তাঁদের প্রেমচর্চা ছিল তুঙ্গে। যদিও তাঁরা এই বিষয়টি কখনই নিজের মুখে স্বীকার করেননি। বিয়ের পর কম কটাক্ষের মুখে পড়তে হয়নি পরম ও পিয়াকে। তবে সেই ট্রোল-কটাক্ষের সম্মুখীন হয়েছেন তাঁরা একসঙ্গে। বিয়ের এক বছর কাটতে না কাটতেই মা-বাবা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরমব্রত ও পিয়া। জানা গিয়েছে, সমাজকর্মী তথা গায়িকা বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সেই প্রেক্ষিতে আগামী জুন মাসেই পিয়া-পরমব্রতর সংসারে খুদে সদস্যর আগমন ঘটতে চলেছে। 

পিয়া এর আগে অনুপম রায়কে বিয়ে করেছিলেন। ২০২১ সালে দুজন বিচ্ছেদ ঘোষণা করেন। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা সময় একাই কাটিয়েছেন পিয়া। অনুপম ও পিয়ার কোনও সন্তান নেই। পেশায় সমাজসেবী পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়ে। রত্নাবলী রায়ের অঞ্জলি মেন্টাল হেলথে এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পিয়া। বহু বছর ধরেই পরম-পত্নী এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই পিয়ার বেবিবাম্প দেখা গিয়েছে। প্রসঙ্গত, কয়েক বছর আগে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ নিয়ে গিয়েছিলেন পরমব্রত। পিয়াও সেই সময় সুন্দরবনে ছিলেন। সেখান থেকেই পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা। সেই বন্ধুত্ব পরবর্তীতে সম্পর্কের রূপ নেয় এবং সেখান থেকে বিয়ে।

Advertisement

POST A COMMENT
Advertisement