Piya Chakraborty: মাতৃত্বকালীন ছুটিতে পিয়া, অফিসেই খেলেন সাধ, কী ছিল মেনুতে?

Piya Chakraborty: আর মাত্র একমাস। তারপরই পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার কোলে আসবে নতুন অতিথি। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি এই তারকা দম্পতি। আর এরই মাঝে সাধ খেলেন পরম-পত্নী। জুন মাসেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক।

Advertisement
মাতৃত্বকালীন ছুটিতে পিয়া, অফিসেই খেলেন সাধ, কী ছিল মেনুতে?অফিসে সাধ খেলেন পিয়া
হাইলাইটস
  • তারই মাঝে পিয়াকে সাধ খাওয়ালেন তাঁর প্রিয় মানুষেরা।

আর মাত্র একমাস। তারপরই পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার কোলে আসবে নতুন অতিথি। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি এই তারকা দম্পতি। আর এরই মাঝে সাধ খেলেন পরম-পত্নী। জুন মাসেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। তারই মাঝে পিয়াকে সাধ খাওয়ালেন তাঁর প্রিয় মানুষেরা। কী কী খেলেন সাধে? আসলে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন পিয়া। তার আগেই সহকর্মীকে আদর-যত্ন করে তাঁর প্রিয় পদ খাওয়ালেন সহকর্মীরা। 

পিয়া এক সংবাদমাধ্যকে জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই তাঁর মায়ের কাছে সাধ খেয়েছেন। সাতমাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই পিয়ার মা প্রথম সাধ দেন তাঁর মেয়েকে। সেই সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে প্রেগন্যান্ট অবস্থাতেই নিজের কাজ এতদিন চালিয়ে যাচ্ছিলেন পিয়া। এবার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময়। আর সেই ছুটিতে যাওয়ার আগে পিয়া তাঁর প্রিয় রত্নাবলী রায়ের কাছে সাধ খেলেন। 

মানসিক ও স্বাস্থ্যকর্মী রত্নাবলী রায় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে পিয়াকে দেখা যাচ্ছে সাধ খেতে। সামনে সাজানো খাবারের থালা। একটি ছবিতে দেখা গেল, পরম যত্নে পিয়ার মুখে খাবার তুলে দিচ্ছেন ‘হবু দিদা’। এই ছবিগুলির ক্যাপশনে রত্নাবলী রায় লেখেন, সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিসে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল |’ 

পিয়ার সাধের প্লেটে ছিল হলুদ পোলাও, মাটন, চাটনি ও ডায়মন্ড ফ্রিশ ফ্রাই ও পাঁপড়। পিয়ার যে পছন্দের এই ডায়মন্ড ফ্রিশ ফ্রাই তা এই পোস্ট থেকেই বোঝা গেল। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরই পিয়া হাতে অনেকদিন সময় পাবেন, আর তখনই হবু সন্তানের জন্য কী কী কিনতে হবে তার তালিকা অনুযায়ী জিনিস কিনবেন। পরমও পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে আগেই জানিয়েছিলেন। অভিনেতা জানিয়েছেন, মাস দেড়েক কাজের থেকে ছুটি নেবেন। ফোকাসে থাকবে শুধুই পরিবার। 

Advertisement

সন্তানকে নিয়ে এখন থেকেই উত্তেজিত পরম ও পিয়া। সন্তানকে একেবারে নিজেদের মতো করেই গড়ে তুলতে চান। বই, গান, ঘুমপাড়ানি গান এই ধরনের পুরনো জিনিসের মাধ্যমেই সন্তানকে বড় করতে চান তাঁরা। পিয়াকে নিয়ে একমাস আগেই বেবিমুনে গোয়া ঘুরে এসেছেন পরমব্রত। এবার শুধুই বিশ্রাম নেওয়ার পালা পিয়ার। খুদেকে দেখার জন্য অপেক্ষা করে আছেন পরম-পিয়ার ভক্তরা।          

POST A COMMENT
Advertisement