খুব শীঘ্রই পরমব্রত ও পিয়ার জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। স্বাভাবিকভাবেই তারকা দম্পতি এখন দারুণ খুশি। প্রায় প্রতিটি দিনই কাটছে সন্তান আসার অপেক্ষায়। ১৪ ফেব্রুয়ারির পরের দিনই পরং ও পিয়া এই সুখবর ভাগ করে নেন সকলের সঙ্গে। এরই মধ্যে বেবিমুনও সেরে ফেলেছেন গোয়াতে। জুন মাসেই পরম-পিয়ার সন্তান আসবে। আর এরই মাঝে সন্তানের নাম কী রাখা হবে তা নিয়েই চলছে জোর আলোচনা।
গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে পরমব্রতর কিলবিল সোসাইটি। এছাড়াও হাতে রয়েছে পরপর কাজ। তারই মাঝে স্ত্রী পিয়াকে সময় দিতে ভুলছেন না অভিনেতা। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরম ও পিয়া দুজনেই জানিয়েছেন তাঁদের প্রথম সন্তানকে নিয়ে পরিকল্পনার কথা। পরমব্রত সাক্ষাৎকারে জানান যে তাঁদের সন্তান যাতে প্রতিবেশীদের ছেলে-মেয়েদের সঙ্গে পার্কে খেলতে পারে এবং প্রকৃত সমাজের মধ্যে বড় হয়ে ওঠে তার জন্য পরমব্রত তাঁর অ্যাপার্টমেন্ট বিক্রি করে পার্ক কাছে রয়েছে এমন একটি পুরনো বাড়িতে থাকছেন। শুধু তাই নয়, পরম ও পিয়া দুজনেই বেড়ে উঠেছেন এমন পরিবেশে যেখানে চারদিক জুড়ে শুধুই বই আর গান ছিল। হবু মা-বাবাও তাঁদের সন্তানকে সেই পরিবেশেই বড় করে তুলতে চান।
সেই সক্ষাৎকারে পরম আরও জানিয়েছেন যে তিনি যখন ছোট ছিলেন তখন তাঁর মা তাঁকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ঘুম পাড়াতেন, নিজের সন্তানের ক্ষেত্রেও সেই ধারা বজায় রাখতে চান অভিনেতা। অপরদিকে, পিয়া জানান যে ঠাকুরমার ঝুলির গল্প শুনে ছোটবেলায় ঘুমোতেন পরম-পত্নী, সন্তানকেও সেই গল্প শোনাতে চান তিনি। পিয়া ইতিমধ্যেই পরমকে জানিয়ে দিয়েছেন যে পরমব্রতকে সন্তানের ডায়পার বদল ও ঘুম পাড়ানোর দায়িত্ব নিতে হবে। পরমব্রত ও পিয়া জানিয়েছেন যে পিয়ার গর্ভে বেড়ে ওঠা সন্তান এখন শুনতে পাচ্ছে সবকিছু। আর মাত্র অপেক্ষা দুমাসের।
সন্তানের নাম নিয়ে আলোচনা হয়েছে? এ প্রসঙ্গে পরমব্রত জানিয়েছেন যে তিনি ও পিয়া প্রায় প্রতিদিনই সন্তানের কী নাম রাখা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে পয়লা বৈশাখের মধ্যেই তাঁদের সন্তানের নাম চূড়ান্ত করে নেবেন তাঁরা। কারণ সেইদিনের থেকে শুভদিন আর নেই। প্রসঙ্গত, জানা যাচ্ছে আগামী জুন মাসেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন পিয়া চক্রবর্তী। আর অন্তঃসত্ত্বাকালীন এই সময়টা তাই কাজের ফাঁকে যতটা পারছেন স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করছেন পরমব্রত। ২০২৩-এর ২৭ নভেম্বর হঠাৎই সকলকে চমকে দিয়ে পিয়া চক্রবর্তীর সঙ্গে গোপনে আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের দুবছরের মাথায় প্রথম সন্তান আসছে তাঁদের জীবনে।