Dilip Ghosh Marriage: দিলীপের বিয়ে নিয়ে খোঁচা ঋদ্ধি-ঋত্বিকের, পাল্টা দিলেন নেটিজেনরা

Dilip Ghosh Marriage: মনের মানুষ পেয়ে গেলে যে কোনও বয়সেই মানুষ বিয়ে করতে পারেন। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করেও নিজের মতো ভাল থাকা যায়। আর সেটাই প্রমাণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জীবনের ৬০টি বসন্ত একা কাটিয়ে শুক্র-সন্ধ্যায় তিনি বাঁধা পড়লেন সাতপাকে।

Advertisement
দিলীপের বিয়ে নিয়ে খোঁচা ঋদ্ধি-ঋত্বিকের, পাল্টা দিলেন নেটিজেনরাদিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বললেন তারকারা?
হাইলাইটস
  • দিলীপ ও রিঙ্কুর এই বিয়ের খবর সামনে আসতেই কটাক্ষের পাশাপাশি শুভেচ্ছাও পাচ্ছেন বিজেপি নেতা।

মনের মানুষ পেয়ে গেলে যে কোনও বয়সেই মানুষ বিয়ে করতে পারেন। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করেও নিজের মতো ভাল থাকা যায়। আর সেটাই প্রমাণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জীবনের ৬০টি বসন্ত একা কাটিয়ে শুক্র-সন্ধ্যায় তিনি বাঁধা পড়লেন সাতপাকে। দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে নিজের স্ত্রী হিসাবে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি। দিলীপ ও রিঙ্কুর এই বিয়ের খবর সামনে আসতেই কটাক্ষের পাশাপাশি শুভেচ্ছাও পাচ্ছেন বিজেপি নেতা। আর এরই মাঝে অভিনেতা ঋদ্ধি তাঁর পোস্টে জানালেন প্রেম সব বদলে দিতে পারে আর ঋত্বিক বললেন দিলওয়ালে দুলহানিয়া। 

এদিন ঋত্বিক চক্রবর্তী তাঁর পোস্টে লেখেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র বানানে দিল-এর ল-এ উ-কার ছিল?' অর্থাৎ দিলু বোঝাতে চেয়েছেন। বলাই বাহুল্য তিনি নাম না করলেও এদিন যে তিনি দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে এই পোস্ট করেছেন সেটা স্পষ্ট। প্রসঙ্গত, ঋত্বিক রাজ্য-রাজনীতির অনেক বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে থাকেন। যে কোনও দলের ঘটনা নিয়েই ঋত্বিককে পোস্ট করতে দেখা গিয়েছে। সেরকমই দিলীপের বিয়ে নিয়েও এদিন মজার ছলে পোস্ট করেন অভিনেতা। 

অপরদিকে অভিনেতা ঋদ্ধি সেনও বিজেপি নেতা দিলীপ ঘোষকে তাঁর পোস্টের মাধ্যমেই শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে দিলীপ ঘোষের রগড়ে দেব মন্তব্য রীতিমতো ঝড় তুলেছিল। সেই সময় টলিপাড়ার বহু তারকাই বিজেপি নেতার এই হুঙ্কার নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন। আর শুক্রবার সেই বিজেপি নেতার বিয়েতেই আরও একবার তাঁর বলা সেই সংলাপ মনে করিয়ে দিলেন ঋদ্ধি। এদিন অভিনেতা লেখেন, কিচ্ছু চাননি উনি, আজীবন ভালোবাসা ছাড়া, উনিও তাদেরই দলে, বার বার মরে যায় যারা? রাজনীতি, বিরোধী রাজনীতি, ভোটের রাজনীতি, ঘৃণার রাজনীতি, সবাইকে রগড়ে দিতে পারে একটাই জিনিস-প্রেম। 

তবে শুধু ঋদ্ধি, ঋত্বিকই নয়, মীর, শ্রীলেখা, রুদ্রনীল, ঊষসী সহ টলিউডের একাধিক তারকাই দিলীপ ঘোষকে তাঁর বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের মতো করে। সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ। বিকেলেই আইনি বিয়ের মাধ্যমে এক হবেন দিলীপ-রিঙ্কু ওরফে রিঙ্কু মজুমদার। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনে বৈদিক মতে বিয়ে সারবেন তাঁরা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মাত্র ৩০ জন। বাঙালি খাওয়া-দাওয়া দিয়েই বিয়ের ভূঁড়িভোজ সারেন অতিথিরা। সংঘের প্রচারক থেকে দিলীপ ঘোষের সংসার জীবন, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement