ইন্ডাস্ট্রির অন্যতম বড় মাপের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত সমালোচকদের কাছে। টলিপাড়া পেরিয়ে শাশ্বত এখন বলিউডেও নিজের ছাপ ফেলেছেন। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও বাজে গুজব রটেনি। অভিনেতা ঘোরতর সংসারী। স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় ও মেয়ে হিয়াকে নিয়ে অভিনেতার সুখের সংসার। কিন্তু জানেন কি হিয়া ছাড়াও শাশ্বতর রয়েছে আরও এক মেয়ে? সম্প্রতি দুই মেয়ের ছবি পোস্ট করেছেন শাশ্বত।
শাশ্বতর মেয়ে হিয়া এই মুহূর্তে টলিপাড়ার হট টপিক। মেয়েকে এর আগে কোনওদিন অভিনেতা লাইমলাইটে আনেননি। কিন্তু হিয়া বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে লাইমলাইটে নিয়ে আসতে শুরু করেছেন। হাতেখড়ি হিসাবে দু-একটা বিজ্ঞাপনেও কাজ সেরে নিয়েছেন শাশ্বত-কন্যা। বাবার মতো হিয়াও এখন বেশ পরিচিত মুখ ইন্ডস্ট্রির। এবার অভিনেতা তাঁর দ্বিতীয় কন্যাকেও সামনে নিয়ে এলেন। আসলে অভিনেতা কলকাতায় ছিলেন না। আর বাড়ি ফিরে এসে দুই মেয়েকে দেখে তাঁর মন ভরে গেল।
এদিন দুই কন্যা সন্তানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাশ্বত চট্টোপাধ্যায় লিখলেন, "বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় এবং অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।" ব্র্যান্ডি চট্টোপাধ্যায় আসলে শাশ্বতর আদরের পোষ্য, যাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন অভিনেতা। হিয়ার মতো ব্র্যান্ডিও বাড়ির সকলের খুব আদরের। শাশ্বত চট্টোপাধ্যায় বরাবর পরিবারকেকেন্দ্রিক। কাজ ছাড়া পরিবারকে সময় দেওয়াই সবচেয়ে প্রিয় এই অভিনেতার। ইন্ডাস্ট্রির বহু অনুষ্ঠানেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
মেয়ে হিয়ার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যায় তাঁর একাধিক ছবি, যার থেকে চোখ সরানো বেশ মুশকিল। প্রসঙ্গত, শোনা যাচ্ছে টলিউডে পা রাখতে চলেছেন হিয়া। যদিও সে ব্যাপারে কোনও মন্তব্য আসেনি শাশ্বত অথবা তাঁর পরিবারের তরফে। আসলে ব্যক্তিগত জীবনকে তেমনভাবে কখনও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পছন্দ করেন না শাশ্বত চট্টোপাধ্যায়। এমনকী বহু বছর পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। তবে বর্তমানে জাতীয় স্তরের কাজ করার জন্য শহরের বাইরে যেতেই হয়, তাই এখন মোবাইল ফোন রাখছেন। নয়তো অভিনেতার পেশাগত দিকটি দেখভাল করেন তাঁর স্ত্রী মহুয়াই।