Mimi Chakraborty: 'RIP আমার....', কার জন্য শোকপ্রকাশ মিমির?

Mimi Chakraborty: টলিপাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী। বাংলাদেশে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ডেবিউ ছবি তুফান। যেটা ওপার বাংলায় দারুণভাবে হিট হয়েছে। এরই মাঝে মিমির নজরকাড়া ফটোশ্যুটে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement
'RIP আমার....', কার জন্য শোকপ্রকাশ মিমির? মিমি চক্রবর্তী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • টলিপাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী।

টলিপাড়ার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী। বাংলাদেশে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ডেবিউ ছবি তুফান। যেটা ওপার বাংলায় দারুণভাবে হিট হয়েছে। এরই মাঝে মিমির নজরকাড়া ফটোশ্যুটে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনিতে মিমি খুবই ফিট। তার অন্যতম কারণ হল অভিনেত্রী নিজেকে ফিট রাখতে যোগা-জিম নিয়মিত করে থাকেন। যার ছোট ছোট ভিডিও প্রায়ই মিমির সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলে দেখা যায়। কিন্তু মঙ্গলবার সকাল সকালই হল বিপত্তি। যোগা করতে পারলেন না প্রাক্তন সাংসদ। 

অবসর সময়ে মিমি তাঁর পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত থাকেন। শ্যুটিং থেকে সময় পেলেই মিমির সময় কাটে তাঁর বাড়ির দুই পোষ্যদের সঙ্গে। ইতিমধ্যেই মিমির দুই পোষ্যের নানান দুষ্টুমির কথা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করে থাকেন। এবার এই দুই পোষ্য মিলে ঘটালেন আরও এক কাণ্ড। যা দেখে মিমি একেবারে অবাক। অভিনেত্রী-প্রাক্তন সাংসদ যে যোগা ম্যাটে বসে যোগব্যায়াম করেন সেই ম্যাটের অর্ধেকটা ছিঁড়ে ফেলেছে মিমির দুই পোষ্য। আর সেটা নিয়েই নিজেদের মধ্যে খেলাধূলো করছেন দুই পোষ্য। মিমি ইনস্টাগ্রামে সেই ম্যাট ছেঁড়ার স্টোরি পোস্ট করেছেন। আর এই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন, 'আমার ১০০০০০০০ বার ব্যবহার করা ম্যাটের আত্মার শান্তি কামনা করি।'  

কিছুদিন আগেই মিমি ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁর পোষ্যরা তাঁর প্রিয় একটি টি-শার্টও ছিঁড়ে দিয়েছেন। আর সেটা এখন তাঁর পোষ্য চিকু জুনিয়র পরে ঘুরে বেড়ায়। মিমির পোষ্যদের প্রতি ভালোবাসা বরাবরই। তিনি তাঁর ব্যস্ত সময় থেকে সময় বের করে পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে থাকেন। আর তাদের নানান কাণ্ডের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। এছাড়াও ঘুরতে ভীষণ ভালোবাসেন মিমি। তিনি সমুদ্রে যেতে খুবই ভালোবাসেন। 

সময় পেলেই মিমি চলে যান তাঁর শিলিগুড়ির বাড়িতে। সেখানে তাঁকে গাছ থেকে ফলমূল পাড়তেও দেখা যায়। অভিনেত্রী হিসাবে মিমি বরাবরই প্রশংসিত। তাঁর অবিনয় দর্শকদের খুব পছন্দের। অভিনয়ের পাশাপাশি মিমি তাঁর স্টাইল স্টেটমেন্ট সবসময় বজায় রাখেন। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান সবকিছুতেই নজর কাড়েন অভিনেত্রী। মিমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন। পুজোর চারদিনই তাঁকে শাড়িতেই দেখা যায়। গত বছর নিজের কসবার আবাসনের পুজোতেই সবসময় ছিলেন মিমি। প্রাক্তন সাংসদকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদেও দেখা গিয়েছিল। তবে শুনতে হয়েছিল গো ব্যাক স্লোগান।     

Advertisement

POST A COMMENT
Advertisement