Sayantani Guhathakurta: পুলের জলে কিলার পোজে সায়ন্তনী, লাল মনোকিনিতে ছ্যাঁকা দিচ্ছেন রণজয়ের 'প্রাক্তন'

Sayantani Guhathakurta: টলি ইন্ডাস্ট্রিতে সায়ন্তনী গুহ ঠাকুরতার নাম জানেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম। মডেল-অভিনেত্রী হিসাবে তিনি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলেরই চোখ টানে। মডেলিংয়ের পাশাপাশি সায়ন্তনী টুকটাক অভিনয়ও করেন।

Advertisement
পুলের জলে কিলার পোজে সায়ন্তনী, লাল মনোকিনিতে ছ্যাঁকা দিচ্ছেন রণজয়ের 'প্রাক্তন'সায়ন্তনী গুহঠাকুরতা
হাইলাইটস
  • টলি ইন্ডাস্ট্রিতে সায়ন্তনী গুহ ঠাকুরতার নাম জানেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম।

টলি ইন্ডাস্ট্রিতে সায়ন্তনী গুহ  ঠাকুরতার নাম জানেন না এমন মানুষের সংখ্যা নেহাত কম। মডেল-অভিনেত্রী হিসাবে তিনি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর উজ্জ্বল উপস্থিতি সকলেরই চোখ টানে। মডেলিংয়ের পাশাপাশি সায়ন্তনী টুকটাক অভিনয়ও করেন। তবে এই মডেল-অভিনেত্রী পরিচিত তাঁর বোল্ড ইমেজের কারণে। সায়ন্তনীর সোশ্যাল মিডিয়া পেজ ঘাঁটলেই দেখা যাবে একাধিক সাহসী ছবি রয়েছে সেখানে। সেরকমই এক ছ্যাঁকা দেওয়া ছবি সম্প্রতি পোস্ট করলেন মডেল-অভিনেত্রী। 

সায়ন্তনী যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে বেশ খোলামেলা লাল রঙের মনোকিনিতে দেখা গিয়েছে। নীল রঙের পুলের জলে দাঁড়িয়ে পোজ দিয়েছেন সায়ন্তনী। খোলা চুল, হালকা মেকআপ। ক্যামেরার দিকে নেই তাঁর মুখ, বরং অন্যদিকে রয়েছে। লাল মনোকিনির ফাঁকে বক্ষযুগল স্পষ্ট। এই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও সায়ন্তনীর একাধিক সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর এই বোল্ড ইমেজ শীতের দিনেও ঘাম ঝরাবে। 

গত বছর সায়ন্তনী গুহঠাকুরতা বেশ চর্চার মধ্যেই ছিলেন। তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে সরব হন মডেল-অভিনেত্রী। গত জুলাই মাসে অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে হঠাৎই বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী-মডেল। রণজয় বিষ্ণুর সঙ্গে সায়ন্তনীর বেশ কয়েক বছর আগে প্রেম ছিল। তবে সোহিনী ও শোভনের বিয়ের পর পরই সায়ন্তনী সরব হয়েছিলেন রণজয়কে নিয়ে। তিনি রণজয়কে নিয়ে লেখেন, মেয়েরা সতর্ক থাকুন এই নায়কের থেকে। যিনি পর্দাতে এবং বাস্তব জীবনে এক সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। হায় রে নির্বোধ দর্শক। 

এখানেই শেষ নয়, সায়ন্তনী এও অভিযোগ করেন যে রণজয় নাকি সোহিনীকে নিয়ে বাইরে খারাপ কথা বলে বেড়াচ্ছে, যা তাঁর কানে এসেছে। এরপর রণজয়-সায়ন্তনী-সোহিনীর ঠান্ডা লড়াই চলে। শোনা যায়, সায়ন্তনী ও সোহিনী রণজয়ের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন।সায়ন্তনী ও রণজয়ের সম্পর্ক টিকেছিল তিন বছরের। তারপরও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। প্রসঙ্গত, গত বছর খুবই অসুস্থ ছিলেন সায়ন্তিকা। কখনও অতিরিক্ত জিম করার কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে পায়ে চোট পান আবার কখনও ডেঙ্গি হয়। এইসবের মাঝে এদিক-সেদিক ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন সায়ন্তনী। 

Advertisement

POST A COMMENT
Advertisement