Anjana Basu: কড়া শাসনে ছেলেকে মানুষ, অঞ্জনা বসু শুনলেন 'টক্সিক মা' কটাক্ষ

Anjana Basu: বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অঞ্জনা বসু। বরাবরই তাঁকে মা, শাশুড়ির চরিত্রেই দেখা গিয়েছে। পর্দাতেও তিনি দাপুটে অভিনেত্রী বলেই পরিচিত। নিজের ব্যক্তিগত জীবনেও অঞ্জনা বসু বেশ শৃঙ্খলাপরায়ন। বিশেষ করে নিজের ছেলেকে খুবই কড়াভাবে মানুষ করেছেন।

Advertisement
কড়া শাসনে ছেলেকে মানুষ, অঞ্জনা বসু শুনলেন 'টক্সিক মা' কটাক্ষঅঞ্জনা বসু ও ছেলে অরিত্র
হাইলাইটস
  • বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অঞ্জনা বসু।

বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ অঞ্জনা বসু। বরাবরই তাঁকে মা, শাশুড়ির চরিত্রেই দেখা গিয়েছে। পর্দাতেও তিনি দাপুটে অভিনেত্রী বলেই পরিচিত। নিজের ব্যক্তিগত জীবনেও অঞ্জনা বসু বেশ শৃঙ্খলাপরায়ন। বিশেষ করে নিজের ছেলেকে খুবই কড়াভাবে মানুষ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জনা বসু জানিয়েছেন যে তিনি খুব কড়া শাসনের মধ্যে দিয়েই ছেলেকে বড় করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু তাঁকে নিয়ে। 

অঞ্জনা বসু এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে বলেন, রাত নটার মধ্যে ছেলেকে বাড়িতে ঢুকতে হবে। উচ্চমাধ্যমিকের পরই ছেলে বাইরে পড়াশোনা করতে চলে যান। যে বছর উচ্চমাধ্যমিক দিল সেই বছরই প্রথম বন্ধুদের সঙ্গে পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার অনুমতি চায় মায়ের থেকে। অঞ্জনা বসু বলেন যে তিনি অনুমতি দিলেও ছেলেকে বলেন যে সন্ধে ৬টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে। ছেলে তাই করেছিল। কারণ অঞ্জনার ছেলে জানেন যে সেটা না করলে তাঁর মা এতটাই রেগে যাবে যে কথা বলা বন্ধ করে দেবে। এই একই সাক্ষাৎকারে অঞ্জনা বসু এও জানিয়েছেন যে তাঁর বাড়িতে একবার ছেলের বন্ধুরা এসেছিল। কিছুক্ষণ পর ছেলের ঘরে ঢুকে অঞ্জনা বসু দেখেন যে সকলের হাতেই মোবাইল ফোন। তিনি নাকি ছেলে সহ তার বন্ধুদের ধমক দিয়েছিলেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই সাক্ষাৎকার সামনে আসার পরই অঞ্জনা বসুকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। কেউ লেখেন, ওলে বাবা মাম্মাস বয়। অনেকে লেখেন, এগুলো খারাপ অভিভাবকত্বের উদাহরণ। ওতো গর্ব করে বলার কথা নেই। কেউ লেখেন, এগুলো বাড়াবাড়ি। কেউ লেখেন, এগুলো মানসিক নির্যাতন বাচ্চা কে। আসলে এই সাক্ষাৎকারও যে দর্শকের মনে প্রশ্ন তুলবে তা ভাবেননি। অঞ্জনা জানিয়েছিলেন নিয়মনুবর্তিতায় ছেলেকে বড় করেছেন। তাঁর এই মন্তব্যকে ‘টক্সিক পেরেন্টিং’-এর তকমা দিয়েছে দর্শকের একাংশ। বর্তমানে অভিনেত্রীকে ‘কুসুম’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। গল্পে তিনি দুই সন্তানের মা।  

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অঞ্জনা বসুর ছেলের বয়স এখন ২৫ বছর। যিনি এখন বিদেশে থাকেন। ছেলে অরিত্র উচ্চমাধ্যমিকের পরই বাইরে চলে যান। তবে কলকাতায় থাকাকালীন মায়ের নিয়মেই চলতে হত ছেলেকে। কিন্তু সেটা নিয়ে অঞ্জনা বসুর কোনও আক্ষেপ নেই। এক সংবাদমাধ্যমকে অঞ্জনা জানিয়েছেন যে তিনি তাঁর সন্তানকে কীভাবে বড় করে তুলেছেন সেটা তাঁর ব্যাপার। তিনি কাউকে তাঁর নিয়ম অনুসরণ করতে বলছেন না। বাংলা সিনেমা থেকে সিরিয়াল, তিনি সবসময়ই দর্শকদের পছন্দ। অভিনেত্রী অঞ্জনা বসু। যেকোন সিরিয়াস চরিত্র হলেই পরিচালকের প্রথম পছন্দ তিনি। বাংলা ছবিতে দেবের মায়ের চরিত্র হোক বা জিতের পিসির মতো বেশ গম্ভীর চরিত্রে দর্শকদের মন জিতেছেন। 

POST A COMMENT
Advertisement