scorecardresearch
 

Anusha-Aditya Relationship: 'I LOVE YOU', আদিত্যকে লিখলেন অনুষা, জন্মদিনেই রিলেশনে শিলমোহর

Anusha-Aditya Relationship: টলিপাড়ায় তাঁদের প্রেমের চর্চা বহুদিন ধরেই চলছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। বরং বরাবরই নিজেদের ভাল বন্ধু বলেই তকমা দিয়ে গিয়েছেন। কিন্তু ওই যে কথায় আছে না প্রেম কখনও গোপন থাকে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে।

Advertisement
অনুষা-আদিত্য অনুষা-আদিত্য
হাইলাইটস
  • অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্তের জন্মদিনের দিনই অনুষা জানিয়ে দিলেন তাঁর মনের কথা।

টলিপাড়ায় তাঁদের প্রেমের চর্চা বহুদিন ধরেই চলছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। বরং বরাবরই নিজেদের ভাল বন্ধু বলেই তকমা দিয়ে গিয়েছেন। কিন্তু ওই যে কথায় আছে না প্রেম কখনও গোপন থাকে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে। অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্তের জন্মদিনের দিনই অনুষা জানিয়ে দিলেন তাঁর মনের কথা। 

টলিপাড়ায় নতুন লাভবার্ডস এখন অনুষা ও আদিত্য। যদিও তাঁদের প্রেমে পড়ার খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। বিদেশে এক কনসার্টেও তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। এমনকী অনুষার জন্মদিনেও পরম-পিয়ার বাড়িতে সেলিব্রেশনের সময়ও আদিত্যকে দেখা গিয়েছিল। তবে অনুষা বা আদিত্য কেউই মুখ ফুটে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করছিলেন না। তবে এবার আদিত্যর জন্মদিনের দিনই অনুষা তাঁর সঙ্গে আদিত্যর ছবি পোস্ট করে জানিয়ে দিলেন যে তিনি আদিত্যকে ভালোবাসেন। সম্প্রতি বিদেশে ঘুরতে গিয়েছিলেন জুটিতে। অবশেষে আদিত্যর জন্মদিনে প্রেমের ইস্তেহার করলেন অনুষা। 

এদিন অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর পরনে কালো রঙের একটি ড্রেস। অন্য দিকে আদিত্যর পরনে জ্যাকেট। দুজনেই বেশ ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছেন। আর সেই ছবি পোস্ট করে অনুষা লেখেন, শুভ জন্মদিন হ্যান্ডসম। তোমায় খুব ভালোবাসি। অনুষা-আদিত্য বরাবরই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন। অনুষা ও আদিত্য উভয়েরই অতীতে অন্য সম্পর্ক ছিল। তবে সেই সব এখন পুরনো স্মৃতি। এখন আদিত্য আর অনুষার প্রেমপর্বই টলিপাড়ায় টক অফ দ্য টাউন। 

Advertisement

তাঁদের দুজনের পরিবারই এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। আদিত্যর মা-বাবা দুজনেই টলিপাড়ার অভিনেতা। তবে তাঁদের দেখে অনুরাগীরা বেশ খুশি। জুটিকে দেখে সবাই শুভেচ্ছাই জানিয়েছে। তবে নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেননি তাঁরা। পুজোর সময়ও আদিত্য ও অনুষাকে একসঙ্গে পুজো সেলিব্রেট করতে দেখা গিয়েছিল। সেই সময় আদিত্য তাঁর ও অনুষার ছোট একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন ভালোবাসা হল বন্ধুত্ব। তখন থেকেই নিশ্চিত হয়ে যায় যে আদিত্য ও অনুষা একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।  

আরও পড়ুন

    

Advertisement