একটু নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কারোর তোয়াক্কা না করেই অভিনেত্রী চলেন নিজের মতো করে। এই মুহূর্তে শহরে নেই অপরাজিতা। বান্ধবীদের সঙ্গে গোটা ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখান থেকেই ওয়াটার বেবি হয়ে ধরা দিলেন অপরাজিতা। অভিনেত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে বিস্কুট রঙের শর্ট কাফতান পরে রয়েছেন নায়িকা। খোলা চুল, কোনও মেকআপ নেই। সমুদ্রের নোনা জলেই চলছে জলকেলি। অভিনেত্রীর পোশাক অল্প ভিজে গিয়েছে। তাঁর আবেদনময়ী পোজ সকলের মনে ঝড় তুলছে। এর আগেও অভিনেত্রীকে এই ধরনের সাহসী অবতারে দেখা গিয়েছে। গোয়া যেতেই অভিনেত্রীর ভোল একেবারে বদলে গিয়েছে। অপরাজিতাকে দেখা গিয়েছে হট প্যান্টে। গোয়া যে দারুণভাবে উপভোগ করছেন অভিনেত্রী তা বলাই বাহুল্য।
দীর্ঘদিন ধরে তিনি টলিউডে একের পর এক ভালো চরিত্র উপহার দিয়ে চলেছেন। বয়সও নেহাত কম হয়নি, বর্তমানে তিনি ৪৬। কিন্তু তাতে কি, দেখে বোঝা যে দায়। গোয়ার সমুদ্র সৈকতে গিয়ে ভ্যাকেশনের মজা চেটেপুটে উপভোগ করছেন তিনি। বরাবরই ঘুরতে যেতে ভালোবাসেন অপরাজিতা। আর সম্প্রতি গোয়া ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। লিখলেন, ‘ভ্রমণের প্রধান লক্ষ্য থাকে রোজনামচার থেকে দূরে অন্তরের একটু নিভৃত লালন, কিন্তু এমন ভ্রমণ খুব কম হয়, যা মনকে শান্ত করে দেয়, পরিপূর্ণতায় ভরে ওঠে হৃদয়, নিজেকে ভালবাসতেও শেখায় নতুন করে।’
টলিপাড়ায় ঠোঁটকাটা হিসাবে পরিচিত অপরাজিতা। একেবারে নিজের মতো করেই জীবনতে দেখতে অভ্যস্ত তিনি। অভিনয় ও সংসার দুটোই নিপুণহাতে সামলে চলেছেন অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে একমাসের আলাপে বিয়ের পিঁড়িতে বসেন অতনু হাজরার সঙ্গে।সুখে-দুঃখে সর্বদা পরস্পরকে আগলে রেখেছেন। দেখতে দেখতে কেটে গিয়েছে বিয়ের ২৭ বছরও। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই দখল অপরাজিতার। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত জল থই থই ভালোবাসা। এরপর আর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। এখন তাঁকে দেখা যাবে মানসী সিনহা অভিনীত ৫ নম্বর স্বপ্নময় লেন ছবিতে।