Aparajita Adhya: 'অপা তোর একটা ছবি তুলে দিই', কার ক্যামেরায় পোজ দিলেন অপরাজিতা?

Aparajita Adhya: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অপরাজিতা আঢ্য। বাংলা ছবিতে সেভাবে অভিনেত্রীকে নায়িকার ভূমিকায় দেখা না গেলেও, তাঁর অভিনীত প্রতিটি চরিত্রই যেন এক অন্য রূপ পেয়েছে। বড়পর্দা থেকে ছোটপর্দা, ওয়েব সিরিজ সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা। প্রাক্তন ছবিতে অপরাজিতা জুটি বেঁধে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement
'অপা তোর একটা ছবি তুলে দিই', কার ক্যামেরায় পোজ দিলেন অপরাজিতা?অপরাজিতা আঢ্য
হাইলাইটস
  • টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অপরাজিতা আঢ্য।

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অপরাজিতা আঢ্য। বাংলা ছবিতে সেভাবে অভিনেত্রীকে নায়িকার ভূমিকায় দেখা না গেলেও, তাঁর অভিনীত প্রতিটি চরিত্রই যেন এক অন্য রূপ পেয়েছে। বড়পর্দা থেকে ছোটপর্দা, ওয়েব সিরিজ সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা। প্রাক্তন ছবিতে অপরাজিতা জুটি বেঁধে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ছাত্রীজীবনের ভালোবাসা ছিলেন প্রসেনজিৎ অভিনেত্রীর কাছে। সেই প্রসেনজিৎ ছবি তুলে দিলেন তাঁর প্রিয় অপার। সোশ্যাল মিডিয়ায় সেই আবেগ শেয়ার না করে থাকতে পারলেন না অভিনেত্রী। 

অপরাজিতা-প্রসেনজিৎ
পরনে হলুদ রং ও নীল পাড়ের শাড়ি, লাল ব্লাউজ। আটপৌরে বাঙালি গৃহবধূর সাজে চেনা হাসি নিয়ে চেয়ারে বসে অপরাজিতা। আর তাঁর সামনেই চেক শার্ট ও বিস্কুট রঙের প্যান্ট পরে প্রসেনজিৎ। ঠোঁটের ওপর একটা গোঁফ। হাতে মোবাইল নিয়ে অপরাজিতার ছবি তুলতে ব্যস্ত টলিউডের সুপারস্টার। আর অপরাজিতাও একের পর এক পোজ দিয়ে চলেছেন। কখনও দূর থেকে আবার কখনও ক্লোজ থেকে শট নিচ্ছেন প্রসেনজিৎ। তবে এই ছবিগুলো দেখে মনেই হচ্ছে এটা দুই অভিনেতার আগামী কোনও ছবির শ্যুটিং ফ্লোর। এই ছবিগুলো অপরাজিতা তাঁর ফেসবুকে শেয়ার করে আবেগে ভেসেছেন। 

কী লিখলেন অপরাজিতা
অপরাজিতা লিখেছেন, 'ছাত্রীজীবনের একটা বড় অংশ জুড়ে ছিল একট স্বপ্ন-একটা ভালবাসা...নামটা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, ঠিক ধরেছো...আমাদের সবার বুম্বাদা। আমি পাগলের মতো ভালোবাসাতাম তাঁকে। ছোট্ট একটা ঘরে দেয়াল জুড়ে তাঁর ছবি, বালিশের নিচে লুকিয়ে রাখা প্রিয় মুখটা...যেন ঘুমের মধ্যেও পাশে থাকেন। হাতখরচের টাকাটা জমিয়ে জমিয়ে কিনতাম ম্যাগাজিন আর পোস্টার — শুধুমাত্র একটা নতুন ছবি পাওয়ার আশায়।' অভিনেত্রী আরও বলেন, 'আজ... এতগুলো বছর পর, যখন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আমাকে বলেন, অপা আয়...তোর একটা ছবি তুলে দি, তখন আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই। মনে হয়… এটা কি সত্যি? নাকি আমি এখনো সেই বালিশের তলায় রাখা ছবিটার স্বপ্নে ডুবে আছি? কিন্তু না… এটা স্বপ্ন নয়। এটা সেই মুহূর্ত, যেটা কেবল তখনই সম্ভব, যখন ইউনিভার্স কাউকে নিঃশর্ত ভালোবাসে। আর আজ আমি জানি —ইউনিভার্স আমায় খুব ভালোবাসে… নিঃশব্দে।' 

Advertisement

প্রসেনজিতের সঙ্গে অভিনয়
কয়েক দশক ধরে দাপটের সঙ্গে টলিপাড়ায় অভিনয় করে চলেছেন অপরাজিতা। প্রসেনজিতের স্নেহের অপা। যে কোনও অনুষ্ঠানে দেখা হলেই অপরাজিতাকে জড়িয়ে ধরেন প্রসেনজিৎ। জুটিতে কাজ করেছেন প্রাক্তন ও কিশোর কুমার জুনিয়র-এ। এছাড়াও মনের মানুষ, রণক্ষেত্র ছবিতেও প্রসেনজিৎ ও অপরাজিতাকে একসঙ্গে দেখা গিয়েছে অভিনয় করতে। তাঁদের সম্পর্ক একেবারে ভই-বোনের মতোই। প্রসেনজিৎকে খুব মেনে চলেন অপরাজিতা।  

POST A COMMENT
Advertisement