Aparajita Adhya: যত্ন নিয়ে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা, এ বছর সাদামাটাভাবেই পুজো অভিনেত্রীর বাড়িতে

Aparajita Adhya: বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর লক্ষ্মীপুজো মানেই টলিপাড়ার অপাদির বাড়িতে জাঁকজমকের সঙ্গে হয়ে থাকে লক্ষ্মীপুজো। নিজের হাতে মা লক্ষ্মীকে সাজানো থেকে শুরু করে অতিথি অ্যাপায়ন, ভোগ রান্না সবটাই অপরাজিতা আঢ্য করেন নিয়ম-নিষ্ঠা সহকারে।

Advertisement
যত্ন নিয়ে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা, এ বছর সাদামাটাভাবেই পুজো অভিনেত্রীর বাড়িতেএই বছর অপরাজিতার বাড়িতে নেই কোনও বিশেষ আয়োজন
হাইলাইটস
  • লক্ষ্মীপুজো মানেই টলিপাড়ার অপাদির বাড়িতে জাঁকজমকের সঙ্গে হয়ে থাকে লক্ষ্মীপুজো।
  • কিন্তু এই বছর মনটা একেবারেই ভাল নেই অপারাজিতার।

বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর লক্ষ্মীপুজো মানেই টলিপাড়ার অপাদির বাড়িতে জাঁকজমকের সঙ্গে হয়ে থাকে লক্ষ্মীপুজো। নিজের হাতে মা লক্ষ্মীকে সাজানো থেকে শুরু করে অতিথি অ্যাপায়ন, ভোগ রান্না সবটাই অপরাজিতা আঢ্য করেন নিয়ম-নিষ্ঠা সহকারে। কিন্তু এই বছর মনটা একেবারেই ভাল নেই অপারাজিতার। আরজি কর-কাণ্ডের প্রভাব ভীষণভাবে প্রভাব ফেলেছে তাঁর মনে। এই বছর পুজোতেও মাকে বরণ, সিঁদুর খেলা এইসব থেকে দূরেই ছিলেন। আগেই অপরাজিতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই বছর লক্ষ্মীপুজো খুবই সাদামাটাভাবে উদযাপন করবেন। তবে প্রতি বছরের মতো এই বছরও মা লক্ষ্মীকে নিজের হাতে সাজালেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

এটা সকলেরই জানা যে তাঁর বাড়ির লক্ষ্মী প্রতিমা অপরাজিতা নিজের হাতেই বানিয়েছেন। প্রতি বছরের মতো লক্ষ্মীঠাকুরকে নিজের হাতেই সাজালেন। সাদা-লালের শাড়ি, মাথায় সোনালি মুকুট ও গয়নায় বাড়ির মেয়ের মতো লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা। তবে এবার বাড়িতে সেভাবে অতিথি সমাগম করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অপরাজিতা। খুব সাধারণভাবেই নিজের বাড়িতে নমো নমো করে লক্ষ্মীপুজো সারবেন অপা। 

প্রতিবছর বেহালায় শ্বশুরবাড়িতে নিজের হাতেই কোজাগরী লক্ষ্মীপুজোর সব দায়িত্ব সামলাতে দেখা যেত অপরাজিতাকে। ভোগ রান্না থেকে শুরু করে আলপনা দেওয়া সবটাই করতেন একেবারে নিজের হাতে, দায়িত্ব নিয়ে। তবে এবারের পুজোর মরশুমে মনখারাপ অভিনেত্রীর। তাই তো এবার মণ্ডপে গিয়ে ঢাক বাজাননি কিংবা পাড়ার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলাতেও মেতে উঠতে দেখা যায়নি অভিনেত্রীকে। দশমীতে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি অপরাজিতা এও বলেন যে মর্তে রক্তমাংসের লক্ষ্মীদের এত অবমাননা, সেখানে এবার কোজাগরীতে কোনওরকম বিশেষ উদযাপন তিনি করবেন না। নমো নমো করেই লক্ষ্মীপুজো সারবেন তিনি। কোজাগরী লক্ষ্মীপুজোর সবটাই হবে এই বছর নিয়ম মেনেই। শুধু থাকবে না কোনও আড়ম্বর বা বিশেষ আয়োজন। 

Advertisement

বেহালায় নিজের পাড়ার পুজোতেও এই বছর অপরাজিতাকে সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি। ঢাক বাজানো থেকে অঞ্জলি, সন্ধিপুজো, সবটার মধ্যে হই-হুল্লোড় করেই কেটে যায় অপরাজিতার। কিন্তু এই বছর তিনি পুজোর কোনও আচার-অনুষ্ঠানে ছিলেন না। আরজি কর-কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যার প্রভাব পড়ল তাঁর বাড়ির লক্ষ্মীপুজোতেও। 

POST A COMMENT
Advertisement