১৪৪ বছর পর মহাকুম্ভ, তাও আবার প্রয়াগরাজে। আবার এই সুযোগ আগে ১৪৪ বছর পর। তাই সাধারণ থেকে বলিউড-হলিউড, এমনকী বাংলা সিনেমার সেলিব্রিটিরাও হাতছাড়া করছেন না এই সুবর্ণ সুযোগ। তাই সুযোগ পেলেই কুম্ভে গিয়ে পবিত্র স্নান সেরে আসছেন অনেকেই। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে দেখা গেল দেবলীনা কুমারকে। এমনিতেই তিনি খুবই আধ্যাত্মিক মানুষ। তার ওপর মহাকুম্ভের স্নান কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নন তিনি। হাতে কম সময় নিয়েই পৌঁছে গেলেন প্রয়াগরাজে। সেই ছবি দেবলীনা ভাগ করে নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
দেবলীনার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে অভিনেত্রী মহাকুম্ভ থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেবলীনাকে দেখা গিয়েছে বাবা দেবাশিস কুমার ও মা দেবযানী কুমারের সঙ্গে। মা-বাবার সঙ্গে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী লিখেছেন, ‘মহাকুম্ভ মেলা ২০২৫-এ যাওয়ার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পর এই সময়টা আসবে। আমি ভীষণই আধ্যাত্মিক একজন মানুষ। তাই আধ্যাত্মিকতার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। এর কারণ, এই জীবনে এর চেয়ে বেশি সুযোগ আর পাব না।’
দেবলীনাকে দেখা গিয়েছে সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন। মহাকুম্ভে যাওয়ার জন্য তিনি ভোরবেলা উঠে সাড়ে সাতটার ফ্লাইট ধরে প্রয়াগরাজে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি পুণ্যস্নান সেরে ফেলেন। তবে সেইদিন সন্ধ্যেতেই তিনি ফিরে আসেন কলকাতায়। আর শহরে ফিরেই কাজে যোগ দেন দেবলীনা। অভিনেত্রী এও জানান যে তাঁর ফ্লাইট দুঘণ্টা দেরি হওয়ার কারণে বিমানবন্দরের শৌচালয়েই তড়িঘড়ি শাড়ি পরে সেজে নেন তিনি। তাই পোস্টের শেষে তিনি লেখেন, “এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম।”
মহাকুম্ভে দেবলীনার সঙ্গে স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যায়নি। কাজের ব্যস্ততার কারণে গৌরব যোগ দিতে পারেননি দেবলীনার সঙ্গে। তেঁতুলপাতা সিরিয়ালে লিড চরিত্রে কাজ করছেন গৌরব। তাই প্রতিদিনই শ্যুটিং রয়েছে তাঁর। প্রসঙ্গত, দেবলীনার পাশাপাশি মহাকুম্ভে স্নান করতে দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীমা সহ বেশ কিছু টলি তারকাদের।