'Captured By Bae', স্কুটির সামনে পোজ দিতিপ্রিয়ার, কে তুলে দিল ছবি?

Ditipriya Roy: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে ফেলেছেন তিনি। এরই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। গত বছরই দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি প্রেম করছেন। যদিও মনের মানুষের ছবি সামনে আনেননি। তবে এইসব খবর তো আর চেপে থাকে না।

Advertisement
'Captured By Bae', স্কুটির সামনে পোজ দিতিপ্রিয়ার, কে তুলে দিল ছবি?দিতিপ্রিয়া রায়
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে ফেলেছেন তিনি। এরই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। গত বছরই দিতিপ্রিয়া জানিয়েছেন তিনি প্রেম করছেন। যদিও মনের মানুষের ছবি সামনে আনেননি। তবে এইসব খবর তো আর চেপে থাকে না। এটাও রইল না। জনপ্রিয় ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। তবে দিতিপ্রিয়ার ফুটবলার প্রেমিক কলকাতায় থাকেন না। কিন্তু যখন এই শহরে আসেন তখন প্রেমিকাকে নিয়ে ঘুরতে চলে যান। আর সেই ঝলকই সামনে এনেছেন চিরদিনই তুমি যে আমার-এর নায়িকা। 

দিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে নায়িকা সাদা রঙের টি-শার্ট পরেছেন, ঢোলা ডেনিম জিনস। মাথায় নীল রঙের হেলমেট, চোখ অন্যদিকে। নীল রঙের স্কুটির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দিতিপ্রিয়া। আর তাঁকে এই ছবি তুলে দিয়েছেন প্রেমিক শমীক মিত্র। দিতিপ্রিয়া এই ছবি পোস্ট করে লিখেছেন, Captured By Bae। এই ক্যাপশনের সঙ্গে দিতিপ্রিয়া গোলাপি রঙের হৃদয়ের ইমোজিও দিয়েছেন। এই Bae শব্দটি প্রেমিক বা যার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁকেই বোঝানো হয়। আর এই ছবিটি যে শমীক তুলে দিয়েছে সেই নিয়ে আর কোনও সন্দেহ রইল না। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

দিতিপ্রিয়া প্রেম নিয়ে আভাস দিলেও, খোলসা করেননি প্রেমিকের পরিচয়। তবে দিতিপ্রিয়ার প্রেমিকের খবর আর চাপা থাকেনি। চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার শমীক মিত্রকেই মন দিয়েছেন দিতিপ্রিয়া। শমীকের বাড়ি আদতে জলপাইগুড়িতে। তবে কাজের সূত্রে থাকে বাইরে। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। অভিনেত্রী যদিও ব্যক্তিগতজীবন নিয়ে খুব একটা মুখ খুলতে নারাজ। 

গত বছর দোলের সময়ই দিতিপ্রিয়া তাঁর মনের মানুষের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি সম্পর্কে আছেন। মাঝে মধ্যে প্রেমিকের সঙ্গে ছবি দিলেও এখনই মুখ দেখাতে নারাজ নায়িকা। তাঁর মতে, আরও কিছুদিন যাক, সম্পর্ক আর একটু পাকাপোক্ত হোক তারপরে প্রেমিককে সামনে আনবে। অভিনেত্রীর মা সুদীপ্তা রায়ও দোলের ছবি শেয়ার করে লিখেছিলেন- আমাদের আদরের রিভুবাবু।

Advertisement

এখন আপাতত দুজনেই কেরিয়ার নিয়ে ফোকাস করতে চান। এখন মেগা ধারাবাহিকে কাজ করছেন তিনি। দিতিপ্রিয়ার বিপরীতে জিতু কমল। চলতি বছরের মে মাসেই মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেছেন রানী রাসমণি খ্যাত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি দিতিপ্রিয় পিএইচডি করবেন আর নেবেন নেট পরীক্ষার প্রস্তুতিও। এরই পাশাপাশি চালিয়ে যাবেন অভিনয়ও।  

POST A COMMENT
Advertisement