Koel Mallick: সিং ও মল্লিক পরিবারে নতুন সদস্য, কোয়েলের কোল আলো করে এল দ্বিতীয় সন্তান

Koel Mallick: শনিবারই অভিনেত্রী সন্তানের জন্ম দিয়েছেন। এই খবর পোস্ট হওয়ার পরই টলিপাড়া থেকে এক এক করে শুভেচ্ছা আসতে শুরু করে। মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
সিং ও মল্লিক পরিবারে নতুন সদস্য, কোয়েলের কোল আলো করে এল দ্বিতীয় সন্তানদ্বিতীয়বার মা হলেন কোয়েল
হাইলাইটস
  • টলিউড কুইন কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হলেন।

টলিউড কুইন কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হলেন। শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর মল্লিক বাড়ি ও নিসপাল সিংয়ের পরিবারে লক্ষ্মীর আগমন হল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় কোয়েল ও নিসপাল এক ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। স্বাভাবিকভাবেই কোয়েল ও নিসপালের জীবনে বড় খুশির খবর। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল ও নিসপাল দুজনেই জানিয়েছেন যে তাঁরা কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন। শনিবারই অভিনেত্রী সন্তানের জন্ম দিয়েছেন। এই খবর পোস্ট হওয়ার পরই টলিপাড়া থেকে এক এক করে শুভেচ্ছা আসতে শুরু করে। মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, অক্টোবরেই দ্বিতীয় সন্তান আসার কথা জানিয়েছিলেন কোয়েল ও নিসপাল। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও।

যদিও কোয়েলের দ্বিতীয় প্রেগন্যান্সি কেটেছে খুবই গোপনে। এই বছর মল্লিক বাড়ির পুজোতে কোয়েল বেবিবাম্প নিয়েই পুজোর কাজ করেছেন। ২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর অষ্টমীর দিন ছেলের নাম প্রথমবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাঁদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নায়িকা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী।

কোয়েল-নিসপালের মতোই রাজ-শুভশ্রী ও জিৎ-এর ঘরেও এসেছে দ্বিতীয় সন্তান। সব মিলিয়ে টলিপাড়ায় স্টারকিডদের সংখ্যা বেড়েই চলেছে। তবে নতুন অতিথি আসার খবরে সবচেয়ে বেশি খুশি নাকি একরত্তি কবীর। কোয়েলের ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রথম থেকে নাকি কবীর বলত তার ‘সিস্টার’ (বোন) চাই। তাই বোনকে পেয়ে আনন্দে আত্মহারা সে। সকলেই তাকে দাদা হয়ে ওঠার জন্য বিশেষভাবে শুভেচ্ছাও জানাচ্ছে।   

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement