
বড়দিনের আগেই সুখবর শুনিয়েছিলেন কোয়েল মল্লিক। কোয়েল ও নিসপালের জীবনে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। কবীর এখন বড়দাদা বলে কথা। আর দুই সন্তানকে নিয়েই এবার সরস্বতী পুজোয় মাতলেন কোয়েল-নিসপাল সহ গোটা মল্লিক পরিবার। প্রতিবছরই ভবানীপুরের মল্লিক বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে। আর এই বছরটা যে বিশেষ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাড়ির মেয়ের কোলে এসেছে দ্বিতীয় সন্তান। তাই রবিবার হইহই করে সকলের সঙ্গে পুজো উদযাপন করলেন কোয়েল।
এদিন কোয়েল-নিসপল ও কবীরকে দেখা গেল হলুদ রঙের পোশাকে। কোয়েল পরেছিলেন হলুদ রঙের শাড়িতে আর নিসপাল পরেছিলেন হলুদ রঙের পাঞ্জাবি। ছোট্ট কবীরও দেশি পোশাকেই মা-বাবার সঙ্গে দেখা গেল। রবিবার সকাল থেকেই মল্লিকবাড়িতে শুরু হয়ে যায় সরস্বতী পুজোর আরাধনা। ডাকের সাজ আর হলুদ গাঁদার মালায় সজ্জিত প্রতিমা। দেবদালানে পুজোর পর জড়ো হয়েছিলেন পরিবারের সকলে। মধ্যমণি কোয়েল এবং তাঁর ছেলে কবীর।
তবে পরিবারের মাঝে কোয়েলের একরত্তিকে দেখা যায়নি। ছিলেন মল্লিকবাড়ির আর এক সদস্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিকও। প্রায় সকলের পরনেই ছিল হলুদ পোশাক। মায়ের সঙ্গে কবীর যে সরস্বতী পুজোয় দারুণ মজা করেছেন তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। অপরদিকে সুরিন্দরের অফিসেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। যেখানে দেব ও কোয়েলকে একসঙ্গে দেখা যায়। এই সংস্থার ব্যানারেই খাদান-এর মতো ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন দেব। রবিবার ছুটির দিনেও শশব্যস্ত শিডিউল দেবের। আর সুরিন্দরের অফিসেই একফ্রেমে ধরা দিল ‘মন মানে না’ জুটি।
দ্বিতীয় সন্তান জন্মের বেশ কিছুদিন পর এক অনুষ্ঠানে প্রথম দেখা যায় কোয়েলকে। তবে সরস্বতী পুজোর আবহেও বোঝা গেল এখনও মাতৃত্বকালীন ক্লান্তি চোখ-মুখ থেকে যায়নি। দ্বিতীয় সন্তান আসার পর এখনও ছবির কাজ শুরু করেননি অভিনেত্রী। দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তাঁর। তবে খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন বলে জানিয়েছেন টলি কুইন।