Koushani Mukherjee: 'ঝিমলি'কে ছেড়ে মাল্টিকালার ব্রালেটে কৌশানী, বনির সঙ্গে কোথায় গেলেন নায়িকা?

Koushani Mukherjee: বক্স অফিসে বহুরূপী রীতিমতো ঝড় তুলছে। এখনও সিনেমা হলে এই ছবি হাউসফুল যাচ্ছে। আর এই ছবির মাধ্যমেই সকলের মনে রাজ করছেন ঝিমলি ওরফে কৌশানী মুখোপাধ্যায়। শিবপ্রসাদ-নন্দিতা বহুরীপী ছবিতে কৌশানীর ঝিমলি চরিত্র রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

Advertisement
'ঝিমলি'কে ছেড়ে মাল্টিকালার ব্রালেটে কৌশানী, বনির সঙ্গে কোথায় গেলেন নায়িকা? কৌশানী মুখোপাধ্যায়
হাইলাইটস
  • বক্স অফিসে বহুরূপী রীতিমতো ঝড় তুলছে।
  • আর ছবি সফল হতেই প্রেমিক বনির সঙ্গে শহর ছাড়লেন কৌশানী।

বক্স অফিসে বহুরূপী রীতিমতো ঝড় তুলছে। এখনও সিনেমা হলে এই ছবি হাউসফুল যাচ্ছে। আর এই ছবির মাধ্যমেই সকলের মনে রাজ করছেন ঝিমলি ওরফে কৌশানী মুখোপাধ্যায়। শিবপ্রসাদ-নন্দিতা বহুরীপী ছবিতে কৌশানীর ঝিমলি চরিত্র রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে তাঁর আইটেম নাচ ডাকাতিয়া বাঁশি গানটি সোশ্যাল মিডিয়া জুড়ে রাজ করছে। বক্স অফিসে বহুরূপী গ্র্যান্ড সাকসেস। আর ছবি সফল হতেই প্রেমিক বনির সঙ্গে শহর ছাড়লেন কৌশানী। আর সেখান থেকে ফের চেনা মেজাজে দেখা গেল কৌশানীকে।

কৌশানী ও বনি তানজানিয়ায় ঘুরতে গিয়েছেন। আর সেখান থেকেই তবে সেখান থেকে টুকটাক করে ছবি-ভিডিও শেয়ার করছেন তাঁরা। এবার কৌশানীকে দেখা গেল সেলফি নিতে জলের মাঝে। কৌশানী পরেছিলেন মাল্টিকালারের ব্রালেট, চোখে সানগ্লাস ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। খোলা চুলে আর নো মেকআপ লুকসেও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন পর্দার ঝিমলি। এই ছবি শেয়ার করে কৌশানী ক্যাপশনে লিখেছেন, অনেকদিন পর সেলফি সিরিজ। এই ছবি শেয়ার করার পর তাঁর কমেন্ট বক্স ভরে গিয়েছে মন্তব্যে। সকলেই কৌশানীর এই লুকসের প্রশংসা করেছেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

বহুরূপী ছবিতে ঝিমলি চরিত্রে কৌশানীর লুকস ছিল একবারে গ্ল্যামারলেস। মফঃস্বলের মেয়ে ঝিমলি পকেটমারের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর এমন অভিনয় ও লুকস আগে কখনই কোনও ছবিতে দেখতে পাওয়া যায়নি। এই ছবির ইউএসপি ছিল কৌশানী ও শিবপ্রসাদের জবরদস্ত রোম্যান্স। বহুরূপী ছবিতে কৌশানীর ডাকাতিয়া বাঁশ যেন তাঁর কেরিয়ারের মোড় ঘোরানো পর্ব। ম্যাজিকের মতো সুপারহিট এই গানে মাতোয়ারা আমবাঙালি। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর হিড়িক বেড়ে গিয়েছে।

 

সিনেমার প্রচারে যেখানেই গিয়েছেন সেখানেই সকলরের আবদারে ডাকাতিয়া বাঁশির তালে নেচেছেন কৌশানী। এই ছবি মুক্তির পর থেকেই কৌশানীর প্রশংসায় পঞ্চমুখ সকলে। বিশেষ করে তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রসায়ন কেড়েছে সবার। স্পেশাল স্ক্রিনিং করেও এই ছবি এখন দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায়। সব জায়গাতেই কৌশানীর অসাধারণ অভিনয়ের প্রশংসা। আর এইসব সাফল্য পাওয়ার পর বনির সঙ্গে একান্তে ছুটি কাটাতে শহর ছাড়লেন কৌশানী।      

Advertisement

POST A COMMENT
Advertisement