কেরিয়ারের মোড় ঘুরেছে ৩৬০ ডিগ্রি। কর্মাশিয়াল ছবির নায়িকা থেকে তিনি এখন ঝিমলি-পূর্ণার ডিগ্ল্যাম চরিত্রে অভিনয় করে বাজার কাঁপাচ্ছেন। কেরিয়ারের গাড়ি একধাক্কায় অনেকটাই এগিয়ে গিয়েছে। আর এরকম আবহে নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের জন্মদিন যে বিশেষ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে গ্র্যান্ড জন্মদিন সেলিব্রেশন করে নায়িকা তার পরের দিনই শহর ছাড়েন প্রেমিক বনির সঙ্গে। এই মুহূর্তে কৌশানী ও বনি ভ্যাকেশন উপভোগ করছেন ইন্দোনেশিয়ার বালিতে। আর সেখান থেকেই কালো পোশাকে বম্বশেল হয়ে ধরা দিলেন কৌশানী।
বালি থেকে একাধিক ছবি পোস্ট করেছেন কৌশানী। আর সেখান থেকেই বোল্ড ব্ল্যাক আউটফিটে ধরা দিলেন নায়িকা। কালো রঙের কো-অর্ড সেটে কৌশানীর থেকে চোখ ফেরানো দায়। অভিনয়ের খাতিরে তাঁকে একটু ওজন বাড়াতে হয়েছে। ক্রপ টপের ফাঁক থেকে কার্ভি ফিগারে কৌশানী যেন হট। তবে এখানেও মেকআপ করেননি নায়িকা। শুধু হালকা লিপস্টিক দিয়েছেন। খোলা চুল ও কৌশানীর কিলার পোজ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। ভ্যাকেশনে গেলে কৌশানীর সব ছবিই বনি তুলে দেন। এক্ষেত্রেও তাই হয়েছে।
কৌশানী এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ভ্যাকেশন গোল। ঘুরতে খুবই ভালোবাসেন নায়িকা। তাঁর পায়ের তলায় সর্ষে। সময় আর সুযোগ পেলেই তিনি শহরের বাইরে ছুটি কাটাতে চলে যান। সঙ্গে অবশ্যই থাকেন বনি। বরাবরই একটু আলাদা সাজতে পছন্দ করেন কৌশানী। বেড়াতে গিয়েও যে সেই ধারা বজায় থাকবে তাঁর সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে পেশার স্বার্থে মেকআপ করতে হলেও কৌশানীর নো মেকআপ লুকই সবচেয়ে পছন্দ। তাঁর ফিল্মি কেরিয়ারে এই মুহূর্তে বৃহস্পতি তুঙ্গে বলা যায়। একের পর এক ডিগ্ল্যাম চরিত্রে অভিনয় করে কৌশানী তাঁর জাত বুঝিয়ে দিয়েছেন।
পরিচালক রাজ চক্রবর্তীর পারবোনা আমি ছাড়তে তোকে সিনেমা দিয়ে কেরিয়ারের শুরু। এরপর একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন কৌশানী। তবে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও নিজের প্রতিভাকে সামনে আনতে পারছিলেন না। এরপর রাজের আবার প্রলয় সিরিজে কৌশানীর মোহিনী মা চরিত্র বেশ প্রশংসা পায়। এরপর গত বছর শিবপ্রসাদ-নন্দিতা রায়ের বহুরূপী সিনেমায় ঝিমলি ও সৃজিত চক্রবর্তীর কিলবিল সোসাইটির পূর্ণা চরিত্র কৌশানীকে খ্যাতি এনে দেয়। রাতারাতি বদলে যায় কৌশানীর ভাগ্য। এখন টলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৌশানী। জানা যাচ্ছে, ছুটি কাটিয়ে শহরে ফিরে ফের নাকি কাজে মন দেবেন নায়িকা।