Madhumita Sarcar: আর সিঙ্গল নন, প্রেম করছেন মধুমিতা, পুজোর মরশুমে সামনে আনলেন প্রেমিককে

Madhumita Sarcar: ব্যক্তিগত জীবন থেকে সিঁথিতে সিঁদুর পরা, সবকিছুতেই বিতর্কের শীর্ষে থাকেন মধুমিতা সরকার। ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সেই বিয়ে সুখের হয়নি। ২০১৯ সালে বিচ্ছেদ ঘোষণার পর থেকেই মধুমিতা নিজেকে সিঙ্গল বলেই দাবি করে এসেছিলেন।

Advertisement
আর সিঙ্গল নন, প্রেম করছেন মধুমিতা, পুজোর মরশুমে সামনে আনলেন প্রেমিককেমধুমিতা সরকার ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ব্যক্তিগত জীবন থেকে সিঁথিতে সিঁদুর পরা, সবকিছুতেই বিতর্কের শীর্ষে থাকেন মধুমিতা সরকার।

ব্যক্তিগত জীবন থেকে সিঁথিতে সিঁদুর পরা, সবকিছুতেই বিতর্কের শীর্ষে থাকেন মধুমিতা সরকার। ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সেই বিয়ে সুখের হয়নি। ২০১৯ সালে বিচ্ছেদ ঘোষণার পর থেকেই মধুমিতা নিজেকে সিঙ্গল বলেই দাবি করে এসেছিলেন। মাঝে একটা-দুটো গুজব শোনা গেলেও অভিনেত্রী নিজে এই বিষয়ে কোনও সম্মতি দেননি। কিন্তু এই বছরের পুজো থেকে মধুমিতা আর সিঙ্গল নন। এই দুর্গাপুজোতেই নতুন কিছুর সূচনা হওয়ার কথা জানালেন অভিনেত্রী। সঙ্গে দিলেন মনের মানুষের সঙ্গে নিজের ছবিও। 

সপ্তমীর রাতেই মধুমিতা সেই বিশেষ মানুষের কথা সকলকে জানিয়ে দিলেন। এদিন মধুমিতা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর হাতের ওপর রাখা আর একটি হাতের ছবি পোস্ট করেন। চারপাশ একবারে চুপচাপ। অভিনেত্রী লিখলেন, ‘নতুন শুরু’। আরও একটি ছবি এল প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে রংমিলান্তি করে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক।

মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। এক সংবাদমাধ্যমের কাছে ধুমিতা স্বীকার করে নেন যে তিনি প্রেম করছেন। তবে তাঁদের সম্পর্ক সবেমাত্র শুরু হয়েছে। প্রেম করলেও এখনই বিয়ে নিয়ে কিছু ভাবতে চান না মধুমিতা। যদিও দেবমাল্য ইন্ডাস্ট্রির কেউ নন। কীভাবে অভিনেত্রীর সঙ্গে পরিচয় আর প্রেমটাই বা কবে শুরু হল এই নিয়ে কিছুই বলতে চাননি অভিনেত্রী। তাঁর প্রেমিকের পেশা কী তাও খোলসা করতে রাজি নন তিনি। সম্ভবত আইটি সেক্টরে কাজ করেন মধুমিতার প্রেমিক। 

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। এর পর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। তবে এই বছরের পুজো যে একেবারেই অন্যরকম তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই সিঁদুর পরা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে তিনি এই প্রসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেন যে এটা ভগবানের পায়ে ছোঁয়ানো সিঁদুর, যেটা তাঁর সিঁথিতে পরতে ভালো লাগে। সম্প্রতি তাঁর ডিভোর্স নিয়েও ট্রোলারদের একহাত নেন মধুমিতা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement