Madhumita Sarcar: প্রেমিকের বুকে আশ্রয়ের খোঁজ মধুমিতার, আদুরে ছবি VIRAL

Madhumita Sarcar: টলিপাড়ার খুবই চেনা মুখ মধুমিতা সরকার। নিজের জীবন নিয়ে সব সময়ই অকপট থেকেছেন। এই মুহূর্তে তাঁর ব্যক্তিগত জীবন বেশ চর্চায়। দীর্ঘদিন সিঙ্গল থাকার থাকার পর চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। যদিও মধুমিতা ও দেবমাল্য গত ৫ মাস ধরে একে-অপরকে ডেট করছেন আর তা প্রকাশ্যে এসেছে গত বছর।

Advertisement
প্রেমিকের বুকে আশ্রয়ের খোঁজ মধুমিতার, আদুরে ছবি VIRALসিকিমে প্রেমিকের সঙ্গে মধুমিতা
হাইলাইটস
  • টলিপাড়ার খুবই চেনা মুখ মধুমিতা সরকার।

টলিপাড়ার খুবই চেনা মুখ মধুমিতা সরকার। নিজের জীবন নিয়ে সব সময়ই অকপট থেকেছেন। এই মুহূর্তে তাঁর ব্যক্তিগত জীবন বেশ চর্চায়। দীর্ঘদিন সিঙ্গল থাকার থাকার পর চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। যদিও মধুমিতা ও দেবমাল্য গত ৫ মাস ধরে একে-অপরকে ডেট করছেন আর তা প্রকাশ্যে এসেছে গত বছর। সেই বছর পুজোর মরশুমেই নিজের প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন টলিপাড়ার এই মিষ্টি নায়িকা। তাঁর জীবনে এখন শুধুই বসন্ত। সম্পর্ক সামনে আসার পর একেবারে খুল্লাম খুল্লা প্রেম করছেন তাঁরা। দোলের আগেই শহর ছেড়ে পাহাড়ে চলে গিয়েছেন। আর সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করেন মধুমিতা। 

দোলের আগেই শহর ছেড়েছেন মধুমিতা ও দেবমাল্য। গন্তব্য সিকিম। সেখানেই ছুটি উপভোগ করছেন এই তারকা জুটি। একাধিক সেলফিতেই মধুমিতা ও দেবমাল্য একসঙ্গে। আবার কখনও নায়িকা শুধুমাত্র তাঁর মনের মানুষের আনমনা মুহূর্তকে কমযামেরা বন্দি করেছেন। কখনও বা আবার কুয়াশামাখা পাহাড়ের কোলে একে-অপরের কাঁধে মাথা দিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন। পাহাড়ের ঠান্ডায় তাঁদের প্রেম জমে ক্ষীর। ঘুরতে যাওয়ার এই সুখস্মৃতি শেয়ার করে মধুমিতা লিখেছেন, কোথায় যাচ্ছেন? সেটা বড় কথা নয়, ঘুরতে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কার সঙ্গে জায়গাগুলো আবিষ্কার করছেন। আমাদের ট্যুরের কিছু অবিস্মরণীয় মুহূর্ত রইল। চোরাপথ থেকে শুরু করে ব্যস্ত শহর, তুমিই আমার নিশ্চিন্ত আশ্রয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ। মধুমিতার পোস্টের কমেন্ট বক্সে পালটা ভালোবাসা জানিয়েছেন দেবমাল্য চক্রবর্তী।

মধুমিতার সেই পোস্টে দেবমাল্য নায়িকার থেকে তাঁর বিনি টুপি ফেরৎ কবে পাবেন তা জানতে চেয়েছেন। আর সেই উত্তরে মধুমিতা জানান, কখনই না সোনা। যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটা আমার। তবে এই রসিকতার পাশাপাশি নায়িকা তাঁর প্রেমিককে ভালোবাসা জানাতে ভুললেন না। গত বছর দুর্গাপুজোর সময় প্রথম বার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা। তার পর থেকে টলিপাড়ার নতুন যুগল চুটিয়ে প্রেম করছেন। দেবমাল্য মধুমিতার অনেক পুরনো বন্ধু বলে জানা গিয়েছে। 

Advertisement

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। এরপরই কেরিয়ারে মন দেন মধুমিতা। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরই মধুমিতা ও দেবমাল্য বিয়ে করবেন।   

POST A COMMENT
Advertisement