২০২৫ সালটা সত্যিই অদ্ভুত। অপ্রত্যাশিত অনেক কিছুই এই বছরে একের পর একে ঘটে চলেছে। প্রথমে ধূমকেতু ছবির মুক্তির ঘোষণা, তারপর দশ বছর পর একসঙ্গে দেব-শুভশ্রী, তিক্ততা ভুলে তাঁদের নতুন বন্ধুত্ব। আর এখন টলিপাড়া জ্বরে কাবু মিমি-শুভশ্রীর। পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও প্রাক্তন প্রেমিকার এমন মাখো মাখো সম্পর্ক কবে এবং কী করে হল, তা নিয়ে রীতিমতো অবাক নেটপাড়া। বুধবার মিমি ও শুভশ্রীর ভিডিও ফের চমকে দিল নেটিজেনদের।
বুধবার সকালে শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন। কালো রঙের পোশাক পরেছেন শুভশ্রী। তাঁকে বলতে শোনা যায়, বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরে যায় মিমির দিকে, নায়িকার হাতে লাল আঙুর, এই কথা শুনে কিছুটা নেচে হেসে গড়াগড়ি খান মিমি। এরপরই মিমি শুভশ্রীর কাছে এসে বলেন, লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন। এরপরই মিমি চুমু খাল শুভশ্রীর গালে। শুভশ্রী এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই বছরের সেরা কোলাব। এই ভিডিও ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও পোস্ট হতেই নেটিজেনদের নানান মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। জানা গিয়েছে, টলিপাড়ার এই রিলস ভিডিও শ্যুট হয়েছে মুম্বইতে। জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করতেই মুম্বই এসেছেন মিমি ও শুভশ্রী। আর সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে এই ভিডিও। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন মিমি। তবে তা বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ব্রেকআপ হয় দুজনের। এরপর রাজের জীবনে আসেন শুভশ্রী। ২০১৮ সালে রাজ ও শুভশ্রী বিয়ে করেন। তারপর থেকেই রাজ-শুভশ্রীর সঙ্গে সেভাবে আর সম্পর্ক রাখেননি মিমি।
তবে অতীতের তিক্ত সম্পর্ক ভুলে মিমি ও শুভশ্রী অনেক আগেই বন্ধত্বের সম্পর্ক তৈরি করে নিয়েছিলেন। শুভশ্রীর দুই সন্তানের জন্য উপহার পাঠানো কিংবা একসঙ্গে পার্টি করা সবটাই নজরে এসেছে আগে। তবে এবার যেন তাঁদের সম্পর্ক আরও গাঢ় হল। এরকমভাবে রাজের বর্তমান ও প্রাক্তন একে-অপরের কাছাকাছি আসবে, এটা কেউই ভাবতে পারেনি। নেটিজেনদের অনেকেই রাজের ছবিতে মিমি ও শুভশ্রীকে একসঙ্গে দেখতে চাইছেন। এবার সেটা কবে সম্ভব হয়, সেই অপেক্ষাতেই দর্শকেরা।