Mimi Chakraborty: এক কেজি মিষ্টি দই খেয়েও বিকিনি লুকস, মিমির চিট ডায়েটে আর কী থাকে?

Mimi Chakraborty: টলিপাড়ায় ফিটনেস ফ্রিক নামেই পরিচিত মিমি চক্রবর্তী। তবে যতই শরীরচর্চা, ডায়েট করুক না কেন মিমি কিন্তু আদ্যোপান্ত খাদ্য রসিক। বিরিয়ানি থেকে মাটন, কেক-পেস্ট্রি, মিষ্টি, সুযোগ পেলেই মুখে চালান দিতে ভোলেন না টলিপাড়ার এই নায়িকা।

Advertisement
এক কেজি মিষ্টি দই খেয়েও বিকিনি লুকস, মিমির চিট ডায়েটে আর কী থাকে?মিমি চক্রবর্তী
হাইলাইটস
  • টলিপাড়ায় ফিটনেস ফ্রিক নামেই পরিচিত মিমি চক্রবর্তী।

টলিপাড়ায় ফিটনেস ফ্রিক নামেই পরিচিত মিমি চক্রবর্তী। তবে যতই শরীরচর্চা, ডায়েট করুক না কেন মিমি কিন্তু আদ্যোপান্ত খাদ্য রসিক। বিরিয়ানি থেকে মাটন, কেক-পেস্ট্রি, মিষ্টি, সুযোগ পেলেই মুখে চালান দিতে ভোলেন না টলিপাড়ার এই নায়িকা। নায়িকার একাধিক খাওয়ার ছবি-ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখতে পাওয়া যাবে। সব মিলিয়ে মিমি কিন্তু খেতে খুবই ভালোবাসেন। রবিবার এলেই যেন মিমির চিট ডায়েট বেড়ে যায়। সবকিছু ভুলে খেতে শুরু দেন নায়িকা। 

এটা প্রায় সকলেই জানেন যে মিমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন। আর সুযোগ পেলেই মিষ্টি খাওয়ার লোভ ছাড়তে পারেন না। তবে রবিবার যা কাণ্ড করে বসলেন মিমি তা শোনার পর অবাক হতে হয়। মিমি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে এক হাঁড়ি মিষ্টি দই নিয়ে তিনি ছবি তুলেছেন। এই পুরো মিষ্টি দইটা মিমি নাকি একাই সাবড়েছেন। যেটা নিজের মুখেই স্বীকার করেছেন। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে, মিমি পাকা আমের স্লাইস খাচ্ছেন। এই ভিডিওতে মিমিকে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় বলছেন যে এখন তুমি আম খাচ্ছ দুপুরেই মিষ্টি দই খেয়েছো। এরপরই মিমিকে বলতে শোনা যায় যে তিনি এক কেজি মিষ্টি দই খেয়েছেন। এরপরই আমের টুকরো সোজা চালান করে দেন মুখের মধ্যে।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

এক কেজি মিষ্টি দই ও পাকা আম খাওয়ার পরও মিমির মেদহীন চেহারা আপনাকে মুগ্ধ করবে। সম্প্রতি মিমির বিকিনি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে টলিপাড়ার নায়িকার চাবুক ফিগার দেখে বোঝা যাবে না যে তিনি এক কেজি মিষ্টি দই একবারে খেয়ে নিতে পারেন। রক্তবীজ ২-তে মিমিকে এই বোল্ড অবতারে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় মিমির বিকিনি লুকস আগুন ধরিয়ে দিয়েছে। তবে মিমি যতই মিষ্টি খান না কেন, জিমে গিয়ে ক্যালরি ঝরাতে ভোলেন না। 

Advertisement

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

পুজোর সময় সব ডায়েট ভুলে খেতে শুরু করেন নায়িকা। তাঁর প্রিয় খাবারের মধ্যে অন্যতম হল লুচি, আলুর তরকারি ও রসগোল্লার রস। আর মিমি এই তিনটে একসঙ্গে মেখে খান। এটা নাকি তাঁর ভীষণ প্রিয় খাবারগুলির মধ্যে একটি। একটা সাক্ষাৎকারে মিমি বলেছিলেন যে তিনি পুজোর সময় তিনবেলাই মিষ্টি খেয়ে থাকেন। তাঁর শরীরচর্চার নানা রকম ভিডিয়ো দেখা যায় সেখানে। শত ব্যস্ততার মাঝেও ঘাম ঝরাতে ভোলেন না তিনি। পুজোয় মুক্তি পাচ্ছে মিমির রক্তবীজ ২। তাই কিছুদিন পর থেকেই মিমি ব্যস্ত হয়ে যাবেন সিনেমার প্রচারের কাজে।         

  

POST A COMMENT
Advertisement