Mimi Chakraborty: প্রেম করছেন নাকি মিমি? বান্ধবী পার্নো দিলেন বড় ইঙ্গিত

Mimi Chakraborty: টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঠোঁটকাটা বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে। নিজের কেরিয়ারের বাইরে খুব একটা ব্যক্তিগত বিষয় নিয়ে সরব হন না মিমি। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন, বিয়ে পর্যন্ত গড়ালেও অবশেষে সেই সম্পর্ক ভাঙে।

Advertisement
প্রেম করছেন নাকি মিমি? বান্ধবী পার্নো দিলেন বড় ইঙ্গিতপ্রেম করছেন মিমি?
হাইলাইটস
  • টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী।

টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঠোঁটকাটা বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে। নিজের কেরিয়ারের বাইরে খুব একটা ব্যক্তিগত বিষয় নিয়ে সরব হন না মিমি। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন, বিয়ে পর্যন্ত গড়ালেও অবশেষে সেই সম্পর্ক ভাঙে। তারপর থেকে নিজেকে সিঙ্গল বলেই দাবি করে এসেছেন মিমি। তবে এবার মনে হয় সেই সিঙ্গল তকমা ঘুচতে চলেছে প্রাক্তন সাংসদের। ঘুরতে গিয়ে মিমি ছবি দিয়েছেন একগুচ্ছ। আর সেখানে ছবি তোলার সৌজন্য দেখে বান্ধবী পার্নো মিত্রের সন্দেহপ্রকাশ। 

ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন মিমি চক্রবর্তী। সময় পেলেই এদিক-সেদিক একাই ঘুরতে চলে যান। বড়জোর বন্ধুদের সঙ্গে। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গেই শেয়ার করেন। এবার একটি সময় পেতেই মিমি সমুদ্রে ছুটি কাটাতে চলে গিয়েছেন। চোখে রোদচশমা, পরনে কালো সাঁতার পোশাক, সঙ্গে লম্বা শ্রাগ, হাওয়ার উড়ছে চুল। মিমি লেখেন, ‘সূর্য ও সমুদ্র সৈকতের মাঝে খুশি সঙ্গে রয়েছে পিৎজা।’ বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি।

কিন্তু মিমির এমন সুন্দর ছবি তুলে দিল কে? মিমি নিজেই এই কথা জানিয়েছেন তবে অন্যভাবে। ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি। অভিনেত্রীর এই অভিনব ছবি সৌজন্য নজর এড়ায়নি বান্ধবী পার্নোর। তিনি মিমির কমেন্ট বক্সে লেখেন, 'ছবি সৌজন্যে লাল হৃদয়? হুমমমমমমমমমম।' যদিও পার্নোকে পাল্টা কোনও উত্তর দেননি মিনি। বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে মিমির প্রেমে পড়ীর খবর শোনা যাচ্ছে। তবে মিমির প্রেমিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। তাঁর সঙ্গেই কি একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী? সকলেই মিমির সেই মনের মানুষকে দেখার অপেক্ষায় রয়েছেন। 

বেশ কিছু বছর আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন মিমি। তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট ছিল। রাজ-মিমির সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। টিকল না তাঁদের সম্পর্কও। শোনা যায় বিরসা দাশগুপ্তের ছবির শ্যুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন মিমি। সেখানে এক বয়সে ছোট তুরস্কের ছেলের সঙ্গে ডেটিং শুরু করেন নায়িকা। আর তার জেরেই দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে ব্রেকআপ করেন টলিপাড়ার এই কাপল। যদিও এবিষয়ে কখনও মুখ খোলেননি দু'জনের কেউই।

Advertisement

POST A COMMENT
Advertisement