Mimi Chakraborty: 'রক্তবীজ' সফল, আনন্দে দুবাইয়ের আকাশে উড়লেন মিমি, VIDEO ভাইরাল

Mimi Chakraborty: রক্তবীজ-এর সাকসেস পার্টি। পরিচালক থেকে ছবির অভিনেতা-অভিনেত্রী সহ টলিউডের একঝাঁক তারকাদের ভিড়। কিন্তু সেই ভিড়ে দেখা মিলল না এই ছবির প্রধান চরিত্রে থাকা মিমি চক্রবর্তীর। যে সময় চলছে তাঁরই ছবির সাকসেস পার্টি, ঠিক সেই সময় মিমিকে দেখা গেল বিমান থেকে ঝাঁপ মারতে।

Advertisement
'রক্তবীজ' সফল, আনন্দে দুবাইয়ের আকাশে উড়লেন মিমি, VIDEO ভাইরালmimi chakraborty
হাইলাইটস
  • রক্তবীজ-এর সাকসেস পার্টি। পরিচালক থেকে ছবির অভিনেতা-অভিনেত্রী সহ টলিউডের একঝাঁক তারকাদের ভিড়। কিন্তু সেই ভিড়ে দেখা মিলল না এই ছবির প্রধান চরিত্রে থাকা মিমি চক্রবর্তীর।

রক্তবীজ-এর সাকসেস পার্টি। পরিচালক থেকে ছবির অভিনেতা-অভিনেত্রী সহ টলিউডের একঝাঁক তারকাদের ভিড়। কিন্তু সেই ভিড়ে দেখা মিলল না এই ছবির প্রধান চরিত্রে থাকা মিমি চক্রবর্তীর। যে সময় চলছে তাঁরই ছবির সাকসেস পার্টি, ঠিক সেই সময় মিমিকে দেখা গেল বিমান থেকে ঝাঁপ মারতে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ও ভিডিও পোস্ট হতেই অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। কোথায় এই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ফেললেন সাংসদ-অভিনেত্রী। 

পুজোতে রক্তবীজ ভালোই ব্যবসা করেছে বক্সঅফিসে। ছবি দর্শকদের পছন্দ হয়েছে। মিমি পুজো কাটিয়েছেন তাঁর আবাসনে। পুজোতে তাঁর আবাসন ছেড়ে কোথাও নড়েননি। তাই পুজো মিটটেই মা-বাবাকে সঙ্গে নিয়ে দুবাই ঘুরতে চলে গেলেন মিমি। দুবাই থেকে একাধিক ছবি পোস্ট করছেন অভিনেত্রী। আর দুবাইতে মিমি তাঁর একাধিক স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন পূরণ করলেন। 

আসলে দুবাইয়ে স্কাই ডাইভিং করেছেন অভিনেত্রী। অর্থাৎ, সুরক্ষিত পরিস্থিতিতে বিমান থেকে ঝাঁপিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একে একে কমেন্ট-লাইকের বন্যা আসতে শুরু করে দেয়। ছবি পোস্ট করে মিমি লিখেছেন, ‘‘অনেক দিনের এক ইচ্ছা পূরণ হল।’ অর্থাৎ মিমির উইশ লিস্টে এই স্কাই ডাইভিংটা ছিল। 

তবে দুবাইতে গিয়ে নিজের ভোলও বদলে ফেলেছেন সাংসদ-অভিনেত্রী। আসলে কিছুই নয়, মিমি তাঁর লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন। তাঁর নতুন লুকের প্রশ্নসায় পঞ্চমুখ ভক্তকুল। তাঁকে এই লুকসে দারুণ কুল লাগছে। সব মিলিয়ে দুবাইতে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী-সাংসদ। ছুটি কাটিয়ে চলতি সপ্তাহেই কলকাতায় ফেরার কথা অভিনেত্রীর। 

পুজোর মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদারকে দেখা গিয়েছে। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি। অন্যদিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী। এটি আদতে পোস্ত ছবির হিন্দি রিমেক।   
 

Advertisement

POST A COMMENT
Advertisement