Nusrat Jahan: নুসরতের পরিবারে খুশির আবহ, বিয়ে করলেন বোন নুজহত, দেখুন

Nusrat Jahan: সৌন্দর্যের নিরিখে যে কোনও টলিউড অভিনেত্রীকে বলে বলে গোল দেবেন নুসরত জাহান। তাঁর রূপের আগুনে যে কোনও পুরুষের হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিতে পারে। তবে নুসরতের থেকে কোনও অংশে কম নয় তাঁর বোন নুজহত জাহানও।

Advertisement
নুসরতের পরিবারে খুশির আবহ, বিয়ে করলেন বোন নুজহত, দেখুন বোনের বিয়েতে নুসরত-যশ
হাইলাইটস
  • তবে নুসরতের থেকে কোনও অংশে কম নয় তাঁর বোন নুজহত জাহানও।

সৌন্দর্যের নিরিখে যে কোনও টলিউড অভিনেত্রীকে বলে বলে গোল দেবেন নুসরত জাহান। তাঁর রূপের আগুনে যে কোনও পুরুষের হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিতে পারে। তবে নুসরতের থেকে কোনও অংশে কম নয় তাঁর বোন নুজহত জাহানও। যদিও দিদির মতো বোন লাইমলাইটে অতটা আসতে পছন্দ করেন না। নুসরতও খুব কমই বোনের সঙ্গে ছবি দিয়ে থাকেন। মঙ্গলবার বিয়ে হয়ে গেল নুসরতের বোন নুজহতের। নুসরত ও যশ দুজনেই উপস্থিত ছিলেন এই বিয়েতে। নায়িকা বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। 

নুসরতের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে বোনকে হলুদ মাখাচ্ছেন তিনি। নুসরত হলদিতে পরেছিলেন হলুদ রঙের সালোয়ার আর বোন নুজহতের পরনে ছিল সাদা প্রিন্টেড শাড়ি। আর একটি ছবিতে নুজহত ও তাঁর বরকে দেখা গিয়েছে। নুসরতের বোন বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক করণ কাপুরকে। বিয়েতে নুসরতের বোন পরেছিলেন গোলাপি রঙের লহেঙ্গা, গলায় মালা, খোলা চুল ও মানানসই গয়না। নব দম্পতিকে মাঝে রেখে ছবি তুলেছেন নুসরত-যশ। 

বিয়েতে নুসরত পরেছিলেন সিলভার রঙের ডিজাইনার শআড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। চোখে হলুদ রঙের সানগ্লাস। অপরদিকে যশ পরেছিলেন হালকা গোলাপি রঙের পাঞ্জাবি ও পায়জামা। নুসরত এই ছবি শেয়ার করে লিখেছেন, আমার হৃদয় পরিপূর্ণ। আমার ছোট্ট বোন তাঁর প্রিন্স চার্মিংকে পেয়ে গিয়েছেন, পরিবারে স্বাগত করণ কাপুর। যশও বিয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। বোনের রিসেপশনে যশ ও নুসরতকে কালো রঙের গ্ল্যামারস পোশাকে দেখা গিয়েছে। রিসেপশনে নুজহত পরেছিলেন সাদা রঙের টিউব গাউন, সঙ্গে কুন্দন সেট আর হাতে লাল রঙের চুড়ি। 

দিদি নুসরত জাহানের মতো বোন নুজহত অভিনয় জগতে পা রাখেননি। থেকেছেন পর্দার পিছনেই। যদিও নুসরতের চেয়ে সৌন্দর্যের নিরিখে কোনও অংশে কম কিছু নন নুসরতের বোন। নুজহত পেশায় ফ্যাশন ডিজাইনার। বিদেশ থেকে এই বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। নুজহতের সাজপোশাক, তাঁর জীবনযাত্রা নুসরতের তুলনায় কোনও অংশে কম বিলাসবহুল নয়। বোনের সঙ্গে বন্ধুর মতোই মেশেন নুসরত। মাঝেমধ্যেই নেটমাধ্যমে ছবি দেন তাঁর সঙ্গে। তবে নিজেকে আগাগোড়াই প্রচারের আড়ালে রেখেছেন নুজহত। 

Advertisement

POST A COMMENT
Advertisement