
ছেলে ঈশান মা নুসরত জাহানের চোখের মণি। সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। প্রেগন্যান্ট অবস্থায় কতই না ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নুসরতকে সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০২১ সালে জন্ম নেয় নুসরত-পুত্র ঈশান। যদিও জন্মের পর কয়েক বছর ছেলেকে আড়ালেই রাখেন নায়িকা। যশ-নুসরতের একমাত্র ছেলে ঈশান এই বছর ৪ বছরে পা দেবে। আর তার আগেই মা নুসরতকে গর্ববোধ করালো ঈশান। মায়ের জন্য নিজের হাতে রান্না করল সে।
রুটি বানাল ঈশান
গোল রুটি বানানো মোটেও সহজ কাজ নয়। অনেকেই রুটি গোল করতে গিয়ে হিমসিম খান। তবে খুদে ঈশান মা নুসরতের জন্য বানিয়ে ফেলল দুটো গোল রুটি। গর্বিত মা এই মুহূর্তটি নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করতে ভুললেন না। নুসরতের ইনস্টাগ্রামের স্টোরিতে ২টো স্যাঁকা রুটির ছবি। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, "ছেলে যখন রান্না করতে যায়। আমি ধন্য।" একরত্তি দক্ষ ভাবে রুটি তৈরি করেছে! এ কথা অনেকে ভাবতেই পারবেন না। ছেলে ঈশানের এই কীর্তিতে গর্বে নুসরতের বুক ফুলে উঠেছে।
নুসরতও রান্না করতে ভালোবাসেন
অভিনয়ের পাশাপাশই নুসরত নিজেও রান্না করতে ভীষণ ভালোবাসেন। লকডাউনের সময় অভিনেত্রীকে হরেক রকমের রান্না করতে দেখা গিয়েছিল। কখনও তিনি বিরিয়ানি বানিয়েছিলেন, কখনও মাটন আবার কখনও বা কেক। নায়িকার হাতের রান্না যাঁরাই খেয়েছেন, তাঁরাই প্রশংসা করেছেন। এখনও মাঝে মাঝে যশ বা ঈশানের জন্য বিশেষ পদ রান্না করে থাকেন নায়িকা। মায়ের গুণই পেয়েছে ছেলে। আর তাই তো এখন থেকেই রান্নায় পটু খুদে ঈশান।
সম্পর্কে চিড় ধরার গুঞ্জন
কিছদিন আগেই যশ-নুসরতের সংসার ভাঙার খবর নিয়ে তোলপাড় ছিল টিনসেল টাউন। শোনা যাচ্ছিল যে যশ-নুসরতের সম্পর্কে চিড় ধরেছে। সেই সময় নুসরত তাঁর পরিবার ও ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে যান। আর যশ তাঁর বড় ছেলেকে নিয়ে বিদেশে যান। তবে এখন তাঁদের মধ্যে সবকিছুই ঠিকঠাক রয়েছে। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। এখন ছেলেকে ঘিরেই অনেকটা সময় কাটে নুসরতের। যশের বড়ছেলে অবশ্য থাকেন যশের মা-বাবার সঙ্গে। তবে দুই ছেলেকেই সমানভাবে সময় দেন যশ।
কমেছে কাজ
আগের থেকে কাজের পরিমাণ অনেকটাই কমেছে নুসরতের। এক সময় একের পর এক ছবি মুক্তি পেলেও এখন অনেকটা সময় বিরতিতে থাকেন এই অভিনেত্রী। নুসরত জানিয়েছেন, আসলে এই বিরতিও তিনি এখন উপভোগ করছেন, তিনি এবং যশ নাকি দুজনেই এখন নিজেদের মতো সময় কাটাতে বেশি পছন্দ করেন। কিছুদিন আগেই তাঁদের প্রযোজনা সংস্থার ছবি 'আড়ি' মুক্তি পেয়েছে। কিন্তু ব্লক অফিসে সেই ছবি সেভাবে সাড়া ফেলতে পারেনি।