Paayel Sarkar: 'বয়স হয়ে গেছে আন্টি', ভেজা শরীরে ভিডিও দিতেই ট্রোলড পায়েল

Paayel Sarkar: 'আই লাভ ইউ' হোক অথবা 'বোঝে না সে বোঝে' না, কিংবা 'লে ছক্কা'। একসময় পায়েল সরকারের সাদামাটা লুকস দর্শকদের মন জয় করত সহজেই। তাঁকে দেখলে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে যেত। তারই সঙ্গে পায়েলের অভিনয়ও ছিল অসাধারণ।

Advertisement
'বয়স হয়ে গেছে আন্টি', ভেজা শরীরে ভিডিও দিতেই ট্রোলড পায়েলপায়েল সরকার ট্রোলড
হাইলাইটস
  • ভিডিওতে পায়েলকে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকে।

'আই লাভ ইউ' হোক অথবা 'বোঝে না সে বোঝে' না, কিংবা 'লে ছক্কা'। একসময় পায়েল সরকারের সাদামাটা লুকস দর্শকদের মন জয় করত সহজেই। তাঁকে দেখলে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে যেত। তারই সঙ্গে পায়েলের অভিনয়ও ছিল অসাধারণ। তবে এই মুহূর্তে সেভাবে নায়িকাকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যদিও তার সমসাময়িক নায়করা এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেনভক্ত পায়েলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ পায়েল। নিজের ফটোশ্যুট ও ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি ভিডিও পায়েল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই জুটল আন্টি তকমা। 

ভিডিওতে পায়েলকে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকে। গোটা শরীর ভেজা। আবেদনময়ী ভঙ্গিমায় তাঁকে পোজ দিতে দেখা গেল ক্যামেরার সামনে। বোল্ড লুকসে পায়েলকে দেখে ঘুম উড়েছে নেট দুনিয়ার। তবে তারই সঙ্গে জুটেছে একাধিক কটাক্ষ। নেটিজেনের একাংশের কাছে পায়েলকে একেবারেই এই লুকসে ভাল লাগছে না। আর তাতেই ট্রোলড করতে শুরু করে দেন দেব-অঙ্কুশের নায়িকাকে। 

পায়েলকে কেউ ট্রোলড করে লেখেন, বুড়ি হয়ে গেছেন এবার আর এইসব মানায় না। আবার কেউ লেখেন, কলকাতার রাখি সাওয়ান্ত লাগছে পুরো। আবার কেউ লেখেন, বয়স হয়ে গেছে আন্টি, এগুলো ছেড়ে দেন মানায় না। আবার কেউ কমেন্টে লেখেন, বুড়ি। যদিও এইসব ট্রোল বা কটাক্ষের পাল্টা কোনও জবাব দিতে দেখা যায়নি পায়েলকে। প্রসঙ্গত, আই লাভ ইউ থেকে প্রেম আমার, যমের রাজা দিল বর থেকে শুরু করে লে ছক্কা, লে হালুয়া। পায়েল সরকারের ঝুলিতে বাংলা ছবির তালিকাটা বেশ দীর্ঘ। ওয়েব সিরিজেও ডেবিউ করে ফেলেছেন নায়িকা। তিনি কোনও স্টারকিড নন কিংবা পারিবারিক সূত্রেও অভিনয়ে আসেননি। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার চাপ বরাবরই ছিল তাঁর ওপর।

সম্প্রতি পায়েল টল্পাড়ার কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন। এক পডকাস্টে এসে পায়েল তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বাংলা ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির নায়িকাদের মধ্যে পায়েল সরকার অন্যতম। দেবের সঙ্গে তাঁর জুটি ছিল সুপারহিট। এছাড়াও পায়েল অভিনয় করেছেন পরমব্রত, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, সোহমের মতো অভিনেতাদের সঙ্গে। পায়েলের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা হয় প্রচুর। একটা সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পায়েল। কিন্তু বোঝে না সে বোঝে না ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। রাজের পর আরও এক পুরুষ জীবনে আসে পায়েলের। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। আপাতত সিঙ্গলই রয়েছেন নায়িকা।   

Advertisement

POST A COMMENT
Advertisement