কাঞ্চন-শ্রীময়ীর ঘর আলো করে এসেছে একরত্তি সন্তান কৃষভি। এখন তাকে নিয়েই দিব্যি সময় কাটছে তারকা মা-বাবার। স্বাভাবিকভাবেই কাঞ্চন-কন্যাকে দেখতে প্রায়ই বাড়িতে আসছেন নানান মানুষ। আর এবার কৃষভিকে দেখতে এলেন টলিপাড়ার অন্যতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তিনি একা নন, সঙ্গে এসেছিলেন নায়িকার ছেলে অঙ্কনও।
নিজের বাড়িতে ঋতুপর্ণাকে পেয়ে রীতিমতো আপ্লুত শ্রীময়ী। এর আগেও বিবাহবার্ষিকীতে ঋতুপর্ণার আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেখানে গিয়েও নায়িকার ব্যবহার ও আতিথেয়তায় দারুণ মুগ্ধ হয়েছিলেন শ্রীময়ী। এবারেও তার ব্যতিক্রম হল না। ঋতুপর্ণা ও তাঁর ছেলে অঙ্কনকে নিয়ে দীর্ঘ পোস্ট দিলেন শ্রীময়ী। যার প্রতিটি ছত্রে ছত্রে শুধুই নায়িকার প্রশংসা। এদিন ঋতুপর্ণাকে দেখা গেল কালো রঙের সালোয়ারে। সঙ্গে মানানসই গয়না। ছেলে অঙ্কনকে নিয়ে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে এসে কৃষভিকে কোলে তুলে আদর করেন অভিনেত্রী। শুধু তাই নয়, শ্রীময়ীর মা-বাবার সঙ্গেও ছবি তোলেন তিনি।
শ্রীময়ী শনিবারের সেইসব ছবি পোস্ট করে লেখেন, 'কাল যখন ঋতু দি এলো আমাদের বাড়িতে,আমি খুব খুব খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আরও বেশি উপরি পাওনা হলো ঋতুদির ছেলে,কারণ আমি তো এই জেনারেশনের ,আর ঋতুদির ছেলে আমার ভ্রাতৃসম, আমি ওকে দেখে মুগ্ধ হয়ে গেলাম যে ছেলেটির বড় হওয়া,পড়াশোনা ,সংস্কৃতি সবটাই বিদেশ থেকে, এখন এসেছে মায়ের কাছে দেশে,তুমি চাও বা না চাও, তুমি অস্বীকার করতে পারবে না that he is a starkid, শুধুমাত্র একজন সেলিব্রিটির সন্তান সে নয়, একজন সুপারস্টার ব্লকবাস্টার, যার ঝুলিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, এরকম একজন অভিনেত্রীর সন্তান,এখানে তার ব্যবহার,তার কথাবার্তা, তার sense of humor is too good,and also he is a good writer,সর্বোপরি মা ও ছেলের সাথে কি মিষ্টি সম্পর্ক হতে পারে,সেটা নিজের চোখে না দেখলে আমরা বিশ্বাসই করতাম না।' এর আগে অবশ্য শ্রীময়ী ঋতুপর্ণার ভূয়সী প্রশংসা করতে ভোলেন না। যেখানে কাঞ্চন-পত্নী জানিয়েছেন যে তিনি মন থেকে যা উপলব্ধি করেছেন সেটাই ব্যক্ত করেছেন। শ্রীময়ী বলেন যে ঋতুদির সঙ্গে তিনি একজন নবাগত অভিনেত্রী হিসাবে, দিদির মতো করে যতই আড্ডা মারেন না কেন তা কম পড়ে যায়। ঋতুপর্ণার শিক্ষা, জীবন দর্শন ও সহবত শ্রীময়ীকে মুগ্ধ করেছে।
শ্রীময়ী তাঁর দীর্ঘ পোস্টে এও জানিয়েছেন যে তাঁর মা-বাবাও নায়িকাকে দেখে দারুণ খুশি। তাঁরাও আপ্লুত ঋতুপর্ণার নম্র ও বিনয়ী ব্যবহারে। শ্রীময়ীর পোস্ট থেকেই জানা গিয়েছে যে ঋতুপর্ণার সঙ্গে তাঁদের আড্ডা চলে রাত তিনটে পর্যন্ত। ঋতুপর্ণা একজন মহিলা, মেয়ে, মা, সুপারস্টার ও সমাজ কর্মী হিসাবে শ্রীময়ীর কাছে অনুপ্রেরণা তা জানাতেও ভোলেননি কাঞ্চন-পত্নী।