Roja Paromita Dey: মা হচ্ছেন রোজা পারমিতা, সাধ কেমন হল টলি অভিনেত্রীর? দেখুন

Roja Paromita Dey: বছরশেষে টলিপাড়ায় সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে। তবে তিনি যে প্রেগন্যান্ট ছিলেন তা এতদিন গোপনে রেখেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি প্রথমবার জানালেন যে মা হতে চলেছেন তিনি।

Advertisement
মা হচ্ছেন রোজা পারমিতা, সাধ কেমন হল টলি অভিনেত্রীর? দেখুনমা হচ্ছেন রোজা পারমিতা
হাইলাইটস
  • মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে।

বছরশেষে টলিপাড়ায় সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে। তবে তিনি যে প্রেগন্যান্ট ছিলেন তা এতদিন গোপনে রেখেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি প্রথমবার জানালেন যে মা হতে চলেছেন তিনি। রোজার এই ছবি সামনে আসতেই সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। 

পেশায় মডেল হলেও কয়েক বছরে রোজা পারমিতা টলিপাড়ার চেনা মুখ হয়ে গিয়েছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। রোজা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসাবেই পরে পরিচালক রাজ চক্রবর্তীর 'কাটমুণ্ডু' ছবিতে ডেবিউ করেন তিনি। এরপর অনীক দত্তের 'ভবিষ্যতের ভূত', কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'ককপিট' অনিকেত চট্টোপাধ্যায় এর 'হইচই আনলিমিটেড'- এর মত একাধিক ছবিতে কাজ করেছেন রোজা। হইচই সিরিজে 'পর্ণশবরীর শাপ'-এ তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। 

বেশ কিছু মাস ধরেই তিনি লাউম লাইট থেকে বাইরে ছিলেন। তবে কারণ কী সেটা এবার বোঝা গেল। রোজা পারমিতাকে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই সাধ দেওয়া হয়। অভিনেত্রী পরেছিলেন ঘিয়ে ও লাল পাড়ের শাড়ি, সঙ্গে সোনার গয়না, হালকা মেকআপ, সিঁথিতে সিঁদুর ও লাল টিপ। হাতে আলতা পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সামনে সাজানো প্রচুর খাবার। একেবারে ঘরোয়াভাবেই সাধের অনুষ্ঠান সারেন রোজা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ইন্দ্রনীল রায়। 

ইন্ডাস্ট্রিতে রোজা পরিচিত ছিলেম মডেল হিসাবেই। তারপর তিনি টলিউডে পা রাখেন। ২০২০ সালে ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল রায়ের সঙ্গে বিয়ে করেন রোজা। ছোট থেকেই ইন্দ্রনীল আর পারমিতা একে অপরের প্রতিবেশী ছিলেন। তাঁদের আলাপ মাত্র ৬ বছর বয়স থেকেই। তবে সম্পর্কে রয়েছেন ১২ বছর। এরপরই তাঁরা বিয়ে করেন। দাম্পত্যের চার বছর পর রোজা ও ইন্দ্রনীলের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। মা হওয়ার পর রোজা পারমিতা কবে অভিনয়ে ফেরেন এখন সেইদিকেই তাকিয়ে তাঁর ভক্তেরা।   

Advertisement

  

POST A COMMENT
Advertisement