Sauraseni Maitra: নেট দুনিয়ায় ঝড় তুলছে সৌরসেনীর 'লাভ বাইট', কী লিখলেন মিমি?

Sauraseni Maitra: টলিউডের সেনসেশনল অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সম্প্রতি অভিনেত্রী ইউরোপ ভ্রমণ সেরে ফিরেছেন। সেখান থেকে একাধিক ছবি-ভিডিও পোস্টও করেছেন তিনি। তবে সম্প্রতি সৌরসেনী যে ছবি পোস্ট করেছেন, তা দেখে সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়ছে।

Advertisement
নেট দুনিয়ায় ঝড় তুলছে সৌরসেনীর 'লাভ বাইট', কী লিখলেন মিমি?সৌরসেনী-মিমি
হাইলাইটস
  • টলিউডের সেনসেশনল অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সম্প্রতি অভিনেত্রী ইউরোপ ভ্রমণ সেরে ফিরেছেন। সেখান থেকে একাধিক ছবি-ভিডিও পোস্টও করেছেন তিনি।

টলিউডের সেনসেশনল অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সম্প্রতি অভিনেত্রী ইউরোপ ভ্রমণ সেরে ফিরেছেন। সেখান থেকে একাধিক ছবি-ভিডিও পোস্টও করেছেন তিনি। তবে সম্প্রতি সৌরসেনী যে ছবি পোস্ট করেছেন, তা দেখে সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়ছে। বৃষ্টিভেজা দিনে নায়িকার এমন অবতার রীতিমতো ঘাম ঝরাচ্ছে। 

থাইল্যান্ডের ফুকেট-এ গ্রীষ্মের আমেজে মজে আছেন সৌরসেনী। চোখে মোটা কালো গগলস, টানটান করে বাঁধা আগুন-রঙা চুল। এবং পরনে নিয়ন আর কালো রঙের মিশ্রণে আলো-আঁধারি মনোকিনি। সৌরসেনীর মেদহীন ফিগার একেবারে স্পষ্ট। চোখে সানগ্লাস পরে নায়িকার কিলিং পোজ রীতিমতো ঝড় তুলেছে। শুধু তাই নয়, নায়িকা এই ছবির ক্যাপশনও দিয়েছেন মারাত্মক।

ছবির ক্যাপশনে ‘লাভ বাইট’, অর্থাৎ, ভালোবাসার কামড়-এর কথা লিখেছেন সৌরসেনী। সঙ্গে দিয়েছেন ‘সি আর্চিন’-এর কথাও, নিয়ন আর কালো রঙের সঙ্গে সামুদ্রিক জীবটির মিল থাকায় এই কথা উল্লেখ করেছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে জলপরীর ইমোজিও। হ্যাশট্যাগে রয়েছে ‘ট্রাভেলগ্রাম’। নায়িকার এই লাভ বাইটে ফিদা হয়েছেন মিমি চক্রবর্তী সহ অনেক টলি তারকাই। সৌরসেনীর উত্তাল ছবিকে আরও উষ্ণ করে তুলেছেন মিমি। কমেন্ট বক্সে তিনি পাঠিয়েছেন আগুনের ইমোজি, তা-ও আবার একটা- দুটো নয়। একের পর এক পাঁচটা।

 

টলিউডের নিউ সেনসেশন সৌরসেনীকে নিয়ে এখন থেকেই চর্চা কম নয়। শোনা যাচ্ছে, সৌরসেনীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন। চলতি বছরের গোড়াতেই একসঙ্গে তাঁরা বেনারসেও গিয়েছিলেন। একাধিক পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। তবে নিখিল বা সৌরসেনী কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। 

'জেনারেশন আমি,'একান্নবর্তী', 'ফেলুদা' সিরিজে অভিনেত্রী সৌরসেনীর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত। বলিউডেও পা রেখেছেন অভিনেত্রী। তাজ ওয়েব সিরিজে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারীর মতো অভিনেতাদের সঙ্গে দেখা গিয়েছিল সৌরসেনীকে। এই সিরিজে নায়িকার অভিনয় রীতিমতো প্রশংসিত। 


 

POST A COMMENT
Advertisement