Nikhil-Sauraseni: নিখিল-সৌরসেনী রিলেশন কনফার্মড! জন্মদিনের পোস্টেই সব স্পষ্ট

Nikhil-Sauraseni: টলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের পোশাক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। গত দু-এক বছর ধরেই নিখিল ও সৌরসেনীর প্রেমের গুঞ্জনে সরগরম টলিপাড়া। যদিও তাঁরা নিজের মুখে এ কথা কখনই স্বীকার করেননি।

Advertisement
নিখিল-সৌরসেনী রিলেশন কনফার্মড! জন্মদিনের পোস্টেই সব স্পষ্টনিখিল-সৌরসেনী
হাইলাইটস
  • টলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের পোশাক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার।
  • গত দু-এক বছর ধরেই নিখিল ও সৌরসেনীর প্রেমের গুঞ্জনে সরগরম টলিপাড়া।

টলিউড অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের পোশাক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। গত দু-এক বছর ধরেই নিখিল ও সৌরসেনীর প্রেমের গুঞ্জনে সরগরম টলিপাড়া। যদিও তাঁরা নিজের মুখে এ কথা কখনই স্বীকার করেননি। তবে কখনও একসঙ্গে ক্রিকেট মাঠে আবার কখনও একসঙ্গে ভ্যাকেশনে যাওয়া, কারোরই তা চোখ এড়িয়ে যায়নি। সৌরসেনী ও নিখিল জৈন আদৌও সম্পর্কে রয়েছেন কিনা সেটাই হট টপিক। আর তারই মাঝে নিখিলের জন্মদিনে সৌরসেনী আদুরে শুভেচ্ছা আবার উস্কে দিল তাঁদের সম্পর্কের গুঞ্জনকে। 

নিখিলের জন্মদিনে অভিনেত্রীর আদরে মাখা পোস্ট। সঙ্গে কিছু অদেখা ছবি। যেখানে নিখিলের বাহুডোরে সৌরসেনী। এই ছবিগুলো পোস্ট করে সৌরসেনী লিখেছেন, আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে। নায়িকার এই পোস্ট দেখার পর অনেকেরই মনে হচ্ছে যে নায়িকা কি তাহলে নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন? 

সৌরসেনীর এই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিখিল লেখেন, তোমার সঙ্গে প্রতিদিন আরও ভাল হবে। এই দুই পোস্ট দেখার পর অনেকেই মনে করছেন যে চুটিয়ে প্রেম করছেন সৌরসেনী ও নিখিল। নিখিল ও সৌরসেনীকে নিয়ে প্রেমের গুঞ্জন বহুদিন থেকেই চলছে। গত বছর একসঙ্গে ক্রিকেট ম্যাচও দেখতে গিয়েছিলেন তাঁরা। সেই সময় তাঁদের আলিঙ্গনরত অবস্থায় দেখা গিয়েছিল। তবে মাঝে সৌরসেনীর সঙ্গে অর্জুন চক্রবর্তীকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আমেরিকায় বঙ্গ সম্মেলনে গিয়ে অর্জুন-সৌরসেনী ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন বলে শোনা যায়। যার রেশ এসে পড়েছিল অর্জুনের সংসারে। তবে এখন সবকিছুই ঠিক আছে। 

উল্লেখ্য, এর আগে নিখিলের জীবনেও এসেছিল বহু বিতর্ক। ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নুসরত-নিখিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই রূপকথার বিয়ে। মা হতে চলার খবর, যশের সঙ্গে সম্পর্ক বড় বিতর্কের জন্ম দেয়। এরপর নুসরত জানিয়ে দেন, তাঁর আর নিখিলের বিয়েটা আইনের চোখে অবৈধ, সুতরাং তাঁদের সম্পর্ককে একমাত্র লিভ ইনের নাম দেওয়া যেতে পারে। তাঁদের বিয়ের ছবি, পার্লামেন্টে গিয়ে নুসরতের নিজেকে ‘নুসরত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দিয়ে শপথ গ্রহণ করা নিয়ে প্রশ্ন তুলতে থাকে একাংশ। তবে সেসবই এখন অতীত। দুজনেই নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন জীবন।

Advertisement

POST A COMMENT
Advertisement