Sayantani Guhathakurta: কালো মনোকিনিতে বুকে ছ্যাঁকা দিচ্ছেন রণজয়ের 'প্রাক্তন', কোথায় গিয়েছেন সায়ন্তনী?

Sayantani Guhathakurta: টলিপাড়ায় মডেল-অভিনেত্রী হিসাবে সায়ন্তনী গুহঠাকুরতার পরিচিতি যথেষ্ট। বাংলা টেলিভিশনের পরিচিত মুখদের মধ্যে অন্যতম সায়ন্তনী। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী মডেলিং দুনিয়াতেও নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন।

Advertisement
কালো মনোকিনিতে বুকে ছ্যাঁকা দিচ্ছেন রণজয়ের 'প্রাক্তন', কোথায় গিয়েছেন সায়ন্তনী?সায়ন্তনী গুহঠাকুরতা
হাইলাইটস
  • টলিপাড়ায় মডেল-অভিনেত্রী হিসাবে সায়ন্তনী গুহঠাকুরতার পরিচিতি যথেষ্ট।

টলিপাড়ায় মডেল-অভিনেত্রী হিসাবে সায়ন্তনী গুহঠাকুরতার পরিচিতি যথেষ্ট। বাংলা টেলিভিশনের পরিচিত মুখদের মধ্যে অন্যতম সায়ন্তনী। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী মডেলিং দুনিয়াতেও নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। সায়ন্তনীর সোশ্যাল মিডিয়া পেজ ঘাঁটলেই দেখা যাবে যে তাঁর বোল্ড ইমেজের একাধিক ছবি। কিছুদিন আগেই সায়ন্তনী গিয়েছিলে হিমাচল প্রদেশের কসৌলে। আর সেখান থেকেই নেট দুনিয়ায় ছ্যাঁকা দিলেন সকলকে। 

সায়ন্তনী যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে তাঁকে কালো রঙের মনোকিনিতে। কখনও পুলের জলে খেলা করছেন আবার কখনও বা পুল থেকে উঠছেন। পাশেই রাখা ব্রেকফাস্ট। সুইমিং পুলে সায়ন্তনীর কিলার পোজ রীতিমতো পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো মনোকিনিতে তাঁর বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট। সায়ন্তনীকে দেখে চোখ ফেরানো একেবারেই দায়। তবে এটা অভিনেত্রী-মডেলের পুরনো ভিডিও। কারণ তিনি পুজোর আগেই গিয়েছিলেন কসৌলে। সম্প্রতি সায়ন্তনী তিনি তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক অভিযোগ আনেন। আর যা নিয়ে চলে বিতর্ক। 

গত জুলাই মাসে অভিনেতা রণজয় বিষ্ণুকে নিয়ে হঠাৎই বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী-মডেল। রণজয় বিষ্ণুর সঙ্গে সায়ন্তনীর বেশ কয়েক বছর আগে প্রেম ছিল। তবে সোহিনী ও শোভনের বিয়ের পর পরই সায়ন্তনী সরব হয়েছিলেন রণজয়কে নিয়ে। তিনি রণজয়কে নিয়ে লেখেন, মেয়েরা সতর্ক থাকুন এই নায়কের থেকে। যিনি পর্দাতে এবং বাস্তব জীবনে এক সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। হায় রে নির্বোধ দর্শক। এখানেই শেষ নয়, সায়ন্তনী এও অভিযোগ করেন যে রণজয় নাকি সোহিনীকে নিয়ে বাইরে খারাপ কথা বলে বেড়াচ্ছে, যা তাঁর কানে এসেছে। এরপর রণজয়-সায়ন্তনী-সোহিনীর ঠান্ডা লড়াই চলে। শোনা যায়, সায়ন্তনী ও সোহিনী রণজয়ের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন। সায়ন্তনী ও রণজয়ের সম্পর্ক টিকেছিল তিন বছরের। তারপরও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। 

Advertisement

গত বছর হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সায়ন্তিকা। অতিরিক্ত ডায়েট করার জেরে নিজের বাড়িতেই অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। এরপর কোনওভাবে হাসপাতালে যান অভিনেত্রী। পায়ে চোট লাগে তাঁর। পরিচালক রাজর্ষি দের ‘এবার দার্জিলিং’- ছবিতে দেখা যাবে সায়ন্তনীকে। সূত্রের খবর পুজোর পরে গোটা টিম নিয়ে দার্জিলিংয়ে ছবির শ্যুটিং সারবেন পরিচালক। অভিনেত্রী কবে বিয়ে করছেন তা নিয়ে যদিও এখনও কিছু জানাননি।     

POST A COMMENT
Advertisement