টলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে সোহিনী সরকার অন্যতম। তাঁর অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে দর্শকমহলে। সব সময়ই নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতেই ভালোবাসেন সোহিনী। তাঁর স্টাইল স্টেটমেন্ট অন্য নায়িকাদের থেকে একটু আলাদা। সোহিনী সবসময়ই তাঁর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই সোহিনী সেরা। তবে সম্প্রতি সোহিনী যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁর বোল্ড বোহেমিয়া লুকস দেখে ফিদা নেটপাড়া।
সোহিনীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে নায়িকা কালো রঙের ক্রুরুশের ডিপকাট ব্রা লেট পরেছেন, সঙ্গে একই রঙের ঢোলা প্যান্ট। হাতে ব্যাঙ্গেলস, গলায় চিক টাইপ হার, রিং দুল ও মেসি বানে সোহিনীর থেকে চোখ ফেরানো দায়। তার ওপর নাকের সেপ্টাম এই লুকসকে আরও সুন্দর করে তুলেছে। নায়িকার এই বোহো লুকস ঝড় তুলছে সোশ্যাল মিডিয়াতে। এর আগেও তাঁকে গোলাপি রঙের বাঁধনির কো-অর্ড সেটে দেখা গিয়েছিল। সঙ্গে নামাবলী প্রিন্টের ব্যাগ সোহিনীর লুকসকে সম্পূর্ণ করেছিল।
শেক্সপিয়ারের ওথেলো-র অবলম্বনে তৈরি অথৈ এই মুহূর্তে দেখা যাচ্ছে হইচইতে। অনির্বাণ ও সোহিনীর রসায়ন দর্শকদের আগেই মুগ্ধ করেছিল। এই সিনেমায় তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত। হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। তারই মাঝে শোভনের সঙ্গে চুটিয়ে সংসারও করছেন সোহিনী। মাতৃদিবসের দিন দুই মাকে নিয়ে এক অন্যরকম সন্ধ্যে কাটিয়েছেন শোভন ও সোহিনী। গত বছরই বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পর সোহিনীকে রান্না করতেও দেখা গিয়েছে।
ওয়েস্টার্ন আউটফিটে খুবই কম দেখা যায় সোহিনীকে।পশ্চিমী পোশাকে সোহিনী যেমন তাক লাগান, তেমনই শাড়িতেও তাঁর নজরকাড়া লুক দেখে চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা। সোহিনী সর্বদাই নিজেকে বোহো লুকে দেখতেই পছন্দ করেন। আর তাঁকে মানিয়েও যায় দিব্যি। শাড়ি হোক বা ফিউশন পোশাক, সোহিনীর এই লুকসকে কেউ মাত দিতে পারেননি। সাম্প্রতিক ছবিতেও সেই বোহেমিয়া ধরা পড়েছে। বং ডিভার কিলার এক্সপ্রেশন এতটাই মারকাটারি যে তা দেখে প্রেমে পড়েছেন তাঁর অনুরাগীরা।
খুব শীঘ্রই সোহিনীকে দেখা যাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত নাগমণির রহস্য-তে। থাইল্যান্ডের প্রেক্ষাপটে সোহিনী সরকার অভিনীত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ এটি। ২০২৪এর জুলাইতে বিয়ে করেন সোহিনী ও শোভন। এরপর দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে নিজেদের মতো করে সংসার করছেন তাঁরা।