গত ৯ অগাস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য়। আঁচ ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশ সর্বত্র। সেই সময় টলিউডের তারকারাও এই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। সোহিনী সরকার থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় সকলের কন্ঠেই ছিল বিচারের দাবি। দুর্গাপুজোর সময় উৎসবে না ফেরা নিয়ে অনেক তারকাদেরই অনেক কথা বলতে শোনা গিয়েছিল। যে কারণে, অনেক সময় কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁদের। তবে এতকিছুর পর সকলেই ফিরে গিয়েছেন যে যাঁর কাজে। পুজোর সময়ও সোহিনীকে দেখা গিয়েছিল পুজোর শ্যুটে বা পুজো মণ্ডপের ফিতে কাটতে যেতে। সেরকমই দীপাবলির জন্য বিশেষ ফটোশ্যুট করতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কাছে কটাক্ষের শিকার হলেন সোহিনী।
এক সংবাদপত্রের কাটিং শেয়ার করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যেখানে সোহিনীকে দেখা গিয়েছে শাড়ি পড়ে হাতে প্রদীপ হাতে পোজ দিতে। নায়িকার সেই ফটোশুটের পোস্ট ভাগ করে নিয়ে কুণাল লেখেন, এই বাংলায় দীপাবলীর মডেল কিন্তু হওয়া যায়!দেখে মুগ্ধ হলাম। ভারি সুন্দর। তবে এই পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনও জবাব দিতে দেখা যায়নি সোহিনীকে। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পর পরই সোহিনীকে দেখা গিয়েছিল রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে। ধর্মতলার রাস্তায় ধর্নাতেও বসেছিলেন সোহিনী সহ একাধিক টলি তারকারা।
শুধু তাই নয়, অভিনেত্রী এও জানিয়েছিলেন যে এই দেশে থেকে তিনি মা- হতে চান না। তার পর থেকেই অনেক ধরনের বিরূপ মন্তব্যের সম্মুখীন হতে হয় তাঁকে। সোহিনী আরজি করের এক গণ কনভেনশনে যোগ দিয়ে বলেছিলেন, আমার সদ্যই বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি সেদিন বললাম মা হব? কোন দেশে মা হবো? আমার সন্তানকে পৃথিবীতে এনে এরম দেশে রেখে যেতে আমি চাই না। আমি আমার সন্তানকে এমন একটা দেশে আনতেই পারব না। অভিনেত্রীর এই মন্তব্যের পর তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়। সেই সোহিনী আবার উৎসবে ফিরেছেন দেখে কুণাল ঘোষ আর চুপ থাকতে পারেননি।
চলতি বছরের জুলাই মাসেই সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন নায়িকা। বামনেত্রী দীপ্সিতা ধরের বৌদি হওয়ার জন্যও অনেক সময় রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তার পর থেকেই অনেক সময় তৃণমূল নেতাদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সোহিনীকে।