Sohini Sarkar: কিছুতেই থামছে না চোখের জল, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কী হল সোহিনীর?

Sohini Sarkar: চলতি বছরেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে ঘুরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের পর পুরোদস্তুর সাংসারিক হয়ে গিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝেই শোভন-সোহিনীর সাংসারিক খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। করছেন অভিনয়ও।

Advertisement
কিছুতেই থামছে না চোখের জল, বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কী হল সোহিনীর?কান্না থামছে না সোহিনীর
হাইলাইটস
  • চলতি বছরেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে ঘুরেছেন অভিনেত্রী সোহিনী সরকার।

চলতি বছরেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে ঘুরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের পর পুরোদস্তুর সাংসারিক হয়ে গিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝেই শোভন-সোহিনীর সাংসারিক খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। করছেন অভিনয়ও। আর এইসবের মধ্যে আবার অন্য ছবি ধরা পড়ল। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই হাপুস নয়নে কেঁদে চলেছেন সোহিনী। দুচোখ থেকে ঝরঝর করে ঝরছে জল। রীতিমতো কাঁদছেন অভিনেত্রী। আর ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেরই প্রশ্ন হলটা কী অভিনেত্রীর?

আসলে সোহিনীর কিছুই হয়নি। দিব্য চলছে শোভনের সঙ্গে তাঁর সাংসারিক জীবন। নাহ, পারিবারিক কোনও সমস্যা নয়, বরং পেঁয়াজ কাটতে গিয়ে তিনি চোখের জলে নাকের জলে হলেন। হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি নিজেই বললেন, কল মনে হচ্ছে আমার চোখ নয় কল। আর এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন রোজের সঙ্গী। অর্থাৎ পেঁয়াজ কাটতে গিয়ে প্রায়ই সোহিনীকে কান্নাকাটি করতে হয়। এই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। 

কিছুদিন আগেই বাড়িতে অতিথিদের আপ্যায়নে সোহিনীকে লুচি ভাজতেও দেখা গিয়েছে। বিয়ের পর তাঁর শোভনের একার ছোট্ট সংসার আর সেটাকেই একেবারে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। সোহিনীর অবস্থা দেখে তো হেসে খুন নেটনাগরিকরা। নেটিজেনদের অনেকেই আবার ট্রোলও করেছেন। কেউ খোঁচা মেরে লিখেছেন, 'একদিন করলে এইরকম হয়'। কেউ আবার পেঁয়াজ কাটার আগে জলে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সোহিনী।

কখনও ছুটি কাটাতে গিয়ে, কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্তের সাক্ষী করেন তাঁরা অনুরাগীদেরও। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন নিজেদের জীবনের সুখের মুহূর্তগুলো। সোহিনী ও শোভনের সম্পর্ক নিয়েও কম কটাক্ষ-ট্রোল হয়নি। কিন্তু এইসব কিছুকে পাত্তা না দিয়ে এই বছরই তাঁরা বিয়ে করে নেন। আর বিয়ের পর শোভনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন সোহিনী।   

Advertisement

POST A COMMENT
Advertisement