Srabanti Chatterjee: 'কাকিমা ইংরেজি বলতে পারে না', শ্রাবন্তী-কথায় ট্রোল সোশ্যালে

Srabanti Chatterjee: টলিপাড়ার নায়িকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যতম। গত কয়েক বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন নায়িকা। তাঁর রূপের আগুনে তপ্ত নেটপাড়া। নায়িকার মিষ্টি হাসিতে কুপোকাৎ লাখো লাখো বাঙালি পুরুষের হৃদয়।

Advertisement
'কাকিমা ইংরেজি বলতে পারে না', শ্রাবন্তী-কথায় ট্রোল সোশ্যালেশ্রাবন্তী চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • টলিপাড়ার নায়িকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যতম।

টলিপাড়ার নায়িকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যতম। গত কয়েক বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন নায়িকা। তাঁর রূপের আগুনে তপ্ত নেটপাড়া। নায়িকার মিষ্টি হাসিতে কুপোকাৎ লাখো লাখো বাঙালি পুরুষের হৃদয়। তবে নায়িকাকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চলে হাসি-মশকরা-ট্রোল। সম্প্রতি ফের আরও একবার ট্রোলের মুখে পড়তে হল শ্রাবন্তীকে। নায়িকার মুখে ইংরাজি শুনে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। আর তা নিয়েই চলছে সমালোচনা। 

সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল গেল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর সেখানেই গ্ল্যামারস লুকে ধরা দেন শ্রাবন্তী। নায়িকার লুকস থেকে আপনার চোখ হটবেই না। কিন্তু সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে এক ছোট্ট সাক্ষাৎকার দিতে গিয়েই ট্রোলের মুখে পড়তে হল শ্রাবন্তীকে। আসলে শ্রাবন্তীর সঙ্গে এই সাক্ষাৎকারটি ছিল ইংরেজিতে। আর তা বলতে গিয়েই নাজেহাল হতে হল অভিনেত্রীকে, এমনই মনে করছেন নেটিজেনের একাংশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। 

ভাইরাল সে ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীবন্তীকে ইংরাজিতে বলা হল, এই অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে। কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?' এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, 'মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড।' অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত। এরপর যখন তাঁর থেকে জানতে চাওয়া হয় যে তিনি কোনও নির্দিষ্ট একটা পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন কী? পর্দার হবু দেবী চৌধুরানী জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরমেন্সের জন্য মুখিয়ে আছেন। এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনও একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে সেটা কে হবেন? জবাবে তিনি বলেন, 'সবাই আমার খুব ভালো বন্ধু। তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।'

 

এই ভিডিও পোস্ট হতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে জানিয়েছেন তিনি বাংলায় কথা বলতেই পারতেন। কেউ লিখেছেন, কীভাবে ইংলিশ বলতে হয় শিখুন। কেউ লিখেছেন, কেন যে হোস্ট ইংরাজিতে প্রশ্ন করছে, বেচারি আমাদের হিরোইন। কেউ আবার লেখেন, আমি বুঝতে পারি না এইসব টলিউড ব্যক্তিত্বদের কেন ইংরাজিতে কথা বলার সময় আত্মবিশ্বাস হারিয়ে যায়, কী বলছেন নিজেই জানেন না। আবার কেউ লেখেন, ইংলিশ বলতে গিয়ে ঘাম ছুটে গেল। আবার কেউ লিখলেন, শ্রাবন্তী কাকিমা একটুও ইংরাজি বলতে পারে না।

Advertisement

এইসব ট্রোলের কোনও জবাব শ্রাবন্তী দেননি। প্রসঙ্গত, নেট মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শ্রাবন্তী মাধ্যমিক পাশ। খুব ছোট বয়স থেকেই নায়িকা অভিনয় জগতের সঙ্গে যুক্ত। শিশুশিল্পী হিসাবেও বহু বাংলা ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী। মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে টলি পাড়ায় শ্রাবন্তীকে নিয়ে আলোচনা লেগেই থাকে। কিন্তু এইসব নিয়ে ভাবিত নন তিনি, নিজের কেরিয়ারেই ফোকাস করছেন তিনি। 

POST A COMMENT
Advertisement