Srabanti Chatterjee: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, সামনে এল তারিখ

Srabanti Chatterjee: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং। বেশ কিছুদিন ধরেই রোশন সম্পর্কে ছিলেন এক বাঙালি কন্যার সঙ্গে। এবার তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। রোশন নিজেই এই কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, সামনে এল তারিখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী।

বিয়ে করতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশন সিং। বেশ কিছুদিন ধরেই রোশন সম্পর্কে ছিলেন এক বাঙালি কন্যার সঙ্গে। এবার তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। রোশন নিজেই এই কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। আগামী ৩১ জুলাই, বৃহস্পতিবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। এই বছরেই শ্রাবন্তী ও রোশনের আনুষ্ঠানিক ডিভোর্স হয় বলে জানা গিয়েছে। 

রোশন মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়া পেজেএকটি কার্ড শেয়ার করেছেন। যেখানে রোশন ও তাঁর বাঙালি হবু বউকে দেখা যাচ্ছে। দুজনেই ক্যামেরার পিছন দিক করে হাঁটছেন। এই ছবির ওপরে লেখা রোশন ওয়েডস অনামিকা। সঙ্গে বিয়ের তারিখ ৩১ জুলাই। তাঁরা নিজেদের নামকে জুড়ে তৈরি করেছে রোসানা। এর আগেও রোশন সিং বহুবার এই তরুণীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। তখনই বোঝা গিয়েছিল যে শ্রাবন্তীর পর ফের বাঙালি কন্যার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তিনি। তবে বিয়ে কলকাতায় নাকি চণ্ডীগড়ে হবে তা এখনও জানা যায়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রোশনের হবু বউয়ের নাম অনামিকা মৈত্র। অনামিকার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোশনের প্রেমিকা বাঙালি এবং তিনি কলকাতারই মেয়ে। তিনি মিডিয়া সায়েন্স নিয়ে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস থেকে। অনামিকার ফেসবুকে জ্বলজ্বল করছে রিলেশনশিপ স্ট্যাটাস, যেখানে লেখা 'In a relationship with Roshan Singh'। রোশন সিং এর আগেও তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে এই অনামিকাকে নিয়ে স্টোরি পোস্ট করেছিলেন। শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর এক সংবাদমাধ্যমকে রোশন জানিয়েছিলেন যে তিনি এক বন্ধন থেকে সবে মুক্তি পেয়েছেন। একটু নিজেকে গুছিয়ে নিয়েই অনামিকার সঙ্গে চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়বেন। আর সেই কথামতো জুলাই শেষে অনামিকাকে বিয়ে করছেন রোশন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anamika Moitra (@anamika.moitra)

Advertisement

চলতি বছরের এপ্রিলে আদালত শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দেয়। দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তাঁরা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। খবর, কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আইনি বিচ্ছেদের পরেই রোশন তাঁর সমাজমাধ্যমের ছবি বদলে দেন। তাঁর বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন।  ২০১৯ সালে লোকচক্ষুর আড়ালে চুপি চুপি বিয়ে সারেন কেবিন ক্রু রোশন ও শ্রাবন্তী। চণ্ডীগড়ে গুরুদ্বারে গিয়ে পাঞ্জাবী মতে বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী।  বিয়ের একবছর ভালই কেটেছিল তাঁদের। 

এই প্রাক্তন কেবিন ক্রু এখন জিমখানার মালিক। রোশন সিংয়ের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর জিমের ছবি অথবা তাঁর শরীরচর্চার ছবি। রোশন তাঁর মনের মানুষ পেলেও শ্রাবন্তী এখনও নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। 

 

POST A COMMENT
Advertisement