
শ্রাবন্তী চট্টোপাধ্যায়টলিপাড়ার চর্চিত নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাঁকে নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সর্বদাই চর্চার কেন্দ্রে। যদিও এইসব নিয়ে একেবারেই ভাবিত হন নায়িকা। নিজের মতো করেই জীবন কাটাতে ভালোবাসেন তিনি। মাঝে মধ্যই নেট দুনিয়ায় ঝড় তোলেন টলিউডের এই মিষ্টি নায়িকা। সম্প্রতি নিজের স্নানের ছবি পোস্ট করলেন নায়িকা।
শ্রাবন্তীর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে একঝাঁক ফেনার মধ্যে শরীর ডুবিয়ে রয়েছেন শ্রাবন্তী। চুল উঁচু করে বাধা, মুখে নেই কোনও মেকআপ। এই শীতের মরশুমেও তিনি যে স্নান করাটা উপভোগ করছেন, তা বোঝাই যাচ্ছে। নায়িকা এই ছবির ক্যাপশনে লেখেন, নিজেকে জল দিতে থাকুন। নেটপাড়ায় শ্রাবন্তীর এই ছবি রীতিমতো ঝড় তুলেছে। নেটিজেনরা অনেকেই নায়িকার রূপের প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন শ্রাবন্তী। মাঝে মধ্যেই নিজের বোল্ড ছবি পোস্ট করে আগুন ধরান সোশ্যাল মিডিয়ায়।

শ্রাবন্তী এক ছেলের মা। তাঁর বয়স ২০-এর কোঠা পেরিয়েছে। কিন্তু শ্রাবন্তীকে দেখে তা বোঝার উপায় নেই। আসলে খুব কম বয়সে মা হয়েছেন নায়িকা। ছেলে অভিমন্যু তথা ঝিনুকের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শ্রাবন্তীও পরিণত হয়েছেন। ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক মায়ের মতোই। ছেলের বন্ধুরা শ্রাবন্তীকে আন্টি নয়, বরং দিদি বলেই ডাকেন। এখন তো নায়িকাকে তাঁর হবু বউমার সঙ্গেও মাঝে মধ্যে দেখা যায়। ভ্যাকেশন হোক কিংবা ঝিনুকের প্রেমিকার জন্মদিন, সব জায়গাতেই শ্রাবন্তীর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে চর্চা কম হয় না। ইতিমধ্য়েই নায়িকার তিন তিনটে বিয়ে ভেঙে গিয়েছে। সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেলেও নায়িকা নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। বর্তমানে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন শ্রাবন্তী। এখন আপাতত কেরিয়ারে মনোনিবেশ করেছেন তিনি। দেবী চৌধুরাণীতে শ্রাবন্তীর অভিনয় প্রশংসা পেয়েছে। জিতু কমলের সঙ্গে পরবর্তী এক ছবির শ্যুটিং চলছে নায়িকার।