scorecardresearch
 

Srabanti Chatterjee: ভোগ রাঁধলেন নিজের হাতে, শ্রাবন্তীর প্রথম গণেশ পুজো কেমন হয়েছে? দেখুন

Srabanti Chatterjee: গণপতি বাপ্পার আশীর্বাদ নেওয়ার জন্য এই বছর প্রথমবার অভিনেত্রী বাড়িতে নিয়ে এলেন বিঘ্নহর্তাকে। শ্রাবন্তী এই প্রথম নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করলেন।

Advertisement
শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী। অভিনেত্রী বিভিন্ন কারণে চর্চায় থাকেন।
  • গণপতি বাপ্পার আশীর্বাদ নেওয়ার জন্য এই বছর প্রথমবার অভিনেত্রী বাড়িতে নিয়ে এলেন বিঘ্নহর্তাকে।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী। অভিনেত্রী বিভিন্ন কারণে চর্চায় থাকেন। বর্তমানে শ্রাবন্তীর কেরিয়ার মধ্যগগনে বিরাজ করছে। হাতে পরপর বেশ কয়েকটি বড় প্রজেক্ট। আর তাই গণপতি বাপ্পার আশীর্বাদ নেওয়ার জন্য এই বছর প্রথমবার অভিনেত্রী বাড়িতে নিয়ে এলেন বিঘ্নহর্তাকে। শ্রাবন্তী এই প্রথম নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করলেন। 

জানা গিয়েছে, সোমবারই কুমোরটুলিতে গিয়ে শ্রাবন্তী গণপতি বাপ্পাকে বাড়িতে নিয়ে এসেছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যকে এ বিষয়ে জানাতে গিয়ে অভিনেত্রী বলেছেন যে তিনি এই বছর গণেশ চতুর্থীতে বাপ্পাকে বাড়িতে নিয়ে আসবেন বলেই ঠিক করেছিলেন। সেইমতো শ্রাবন্তা কুমোরচুলি যান এবং ছোট একটি গণেশ মূর্তিকে নিয়ে আসেন বাড়িতে। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার ঝলকও দেখা গিয়েছে। 

শ্রাবন্তী জানিয়েছেন যে পুজোর সব দায়িত্বই পালন করবেন তিনি ও তাঁর ছেলে অভিমন্যু। ছেলের কিছু বন্ধু বান্ধবও আসবে পুজোর সময়। শ্রাবন্তী এও জানিয়েছেন যে তিনি নিজের হাতে ভোগ রান্না করে গণেশজিকে নিবেদন করবেন। কী কী থাকছে সেই ভোগে? এই বিষয়ে অভিনেত্রী সেই সংবাদমাধ্যকে জানিয়েছেন যে ভোগের মেনুতে রয়েছে খিচুড়ি, লুচি, ভাজা, আলুর দম, চাটনি ও লাড্ডু। এই দিয়েই গণেশজিকে ভোগ দেওয়া হবে। তবে পুজোতে শ্রাবন্তীর সবচেয়ে পছন্দের বিষয় হল আরতি। যেটা তিনি নিজের হাতেই করবেন। 

আরও পড়ুন

প্রসঙ্গত, দুর্গাপুজোয় কখনই কলকাতা ছেড়ে যান না শ্রাবন্তী। এই বছরও তার ব্যতিক্রম হবে না। প্রতি বছরের মতো মহালয়ার দিনটাও শ্রাবন্তী তাঁর স্কুলের বন্ধুদের সঙ্গেই কাটাবেন বাড়িতে। সারারাত জেগে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনবেন, টিভিতে মহালয়া স্পেশাল অনুষ্ঠান দেখবেন এবং তারপর বাইরে সবাই মিলে ব্রেকফাস্টের জন্য যাবেন। 

Advertisement

এই মুহূর্তে শ্রাবন্তী জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরাণী ছবির জন্য। এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। তলোয়ার চালানো থেকে ঘোড়ায় চড়া সবই শিখতে হচ্ছে তাঁকে। তার ওপর রয়েছে কঠোর শারীরিক কসরৎ। জিতু কমলের সঙ্গেও দুটো ছবি করছেন অভিনেত্রী। এ কথায় এখন ভীষণ ব্যস্ত শ্রাবন্তী।   

 

Advertisement