
শ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলা ইন্ডাস্ট্রিতে যাঁদের নিয়ে হামেশাই চর্চা হয়, তাঁদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যতম। তাঁর অভিনয় থেকেও তিনি বেশি চর্চিত হয়ে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। কখনও একাধিক বিয়ে-ডিভোর্স আবার কখনও বা সম্পর্ক, এই নিয়েই নায়িকার সারাক্ষণই আলোচনার কেন্দ্রে থাকেন। তবে এইসব নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। বরং ছেলে ঝিনুককে নিয়ে একদম নিজের মতো করে জাবন কাটাচ্ছেন শ্রাবন্তী। বেশ কয়েক বছর আগে একটি টক শো-তে এসে শ্রাবন্তী জানিয়েছিলেন ছেলেদের মধ্যে কোন বিষয়টি তাঁকে বেশি আকৃষ্ট করে।
শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো অপুর সংসারে অতিথি হয়ে এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর সেখানেই শাশ্বত নায়িকাকে হঠাৎ করে জিজ্ঞাসা করে বসেন তাঁর ছেলেদের কোন ধরনের গাল পছন্দ? শাশ্বত বিষয়টি আরও একটু বিস্তারিতভাবে বলেন যে চাপদাড়ি গাল নাকি ক্লিন শেভড। আচমকা এমন প্রশ্নে শ্রাবন্তী ঘাবড়েই যান। একটু থেমে শ্রাবন্তী বলেন তাঁর দাড়ি আছে এমন গাল বেশি পছন্দের। প্রসঙ্গত, সেই সময় শ্রাবন্তীর সঙ্গে মুম্বইয়ের মডেল কৃষাণ ব্রজের বিয়ে হয়েছে। আর কৃষাণের যে বড় বড় মুখভর্তি দাড়ি ছিল এটা সকলেই জানতেন।

যদিও কৃষাণের সঙ্গে বিয়ের কিছুদিনের মধ্যেই শ্রাবন্তীর ডিভোর্স হয়ে যায়। গত বছর কৃষাণ নতুন করে সংসার পেতেছেন। তবে শ্রাবন্তী এখনও মনের মানুষের খোঁজে রয়েছেন। মাঝে কিছু সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে নায়িকা মুখ ফুটে কিছু বলেননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। তাঁকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহেরও শেষ নেই। নানা বিতর্কও তৈরি হয়েছে অভিনেত্রীর জীবন ঘিরে বারবার। শুধু তাই নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না। অভিনেত্রীর সম্পর্ক ভেঙে যাওয়া থেকে শুরু করে বিয়ে সবটাই শিরোনামে।

কৃষাণের সঙ্গে বিয়ে ভাঙার পরেও অতীত ভুলে নতুন জীবন শুরু করেছিলেন শ্রাবন্তী। যদিও নায়িকার সেই তৃতীয় বিয়ে টেকেনি। তৃতীয় স্বামী রোশন সিং-এর সঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে চলে ডিভোর্সের মামলা। অবশেষে রোশন ডিভোর্স পাওয়ার পর ফের দ্বিতীয় বিয়ে করেন তিনি। চলতি বছরেই অনামিকা নামের বাঙালি প্রশংসিত। জিতু কমলের সঙ্গে পরবর্তী এক ছবির শ্যুটিং চলছে নায়িকার।