Subhashree Ganguly: 'ফটাকা আবার কী'? কালীপুজোর আগে ছেলেকে জরুরী পাঠ, ট্রোলড শুভশ্রী

Subhashree Ganguly: টলিপাড়ায় ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি তাঁর অভিনয়ের জোরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি দুই সন্তানের মাও। আর শুভশ্রীর ছেলে ও মেয়ে দুজনেই নায়িকার কাছ থেকে খেলার ছলে অনেক কিছু শেখে, যার ঝলক রাজ-ঘরণী বহুবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে।

Advertisement
'ফটাকা আবার কী'? কালীপুজোর আগে ছেলেকে জরুরী পাঠ, ট্রোলড শুভশ্রীশুভশ্রী ও ছেলে ইউভান
হাইলাইটস
  • টলিপাড়ায় ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

টলিপাড়ায় ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যিনি তাঁর অভিনয়ের জোরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি দুই সন্তানের মাও। আর শুভশ্রীর ছেলে ও মেয়ে দুজনেই নায়িকার কাছ থেকে খেলার ছলে অনেক কিছু শেখে, যার ঝলক রাজ-ঘরণী বহুবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। সামনেই কালীপুজো, দীপাবলি। আর এই সময় চারদিকে শব্দবাজিতে টেকা দায় হয়ে যায়। সেই বিষয়কে মাথায় রেখেই শুভশ্রী তাঁর ছোট্ট ছেলে ইউভানকে দিলেন জরুরি শিক্ষা। কিন্তু সেই ভিডিও শেয়ার করতেই ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। 

কালীপুজো ও দীপাবলির দিন দেদার বাজি ফাটানো হয়, যা পরিবেশের জন্য একেবারেই ঠিক নয়। কিন্তু পুলিশ-প্রশাসনের একাধিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজি ফাটানো কম হয় না। শব্দবাজির তাণ্ডব চলে। আর তাতে অবলা প্রাণীরা বিপদে পড়ে। ছোট শিশুদেরও সমস্যা হয়। বৃদ্ধ মানুষজন অসুস্থ হয়ে পড়েন। একজনের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। এই পরিবেশ যেন সুরক্ষিত থাকে, এই শিক্ষাই ছেলেকে দিলেন শুভশ্রী। ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রী ইংরাজিতে ইউভানের সঙ্গে কথা বলছেন আৎ ইউভান স্পাইডারম্যান ও আয়রনম্যান পুতুল নিয়ে খেলা করছে। 

শুভশ্রী ইউভানকে জিজ্ঞাসা করেন, 'ইউভন ফটাকা ইজ নট গুড ফর…'। ছেলে জবাব দেয়, 'হেলথ'। শুভশ্রী তাকে জানায়, 'ফর দ্য এনভায়রনমেন্ট' (পরিবেশের জন্য)। ডগসদের কী হয় জানতে চাইলে চার বছরের খুদে জানায়, 'ডগসরা ভয় পায়'। এরপরই ছেলেকে শুভশ্রী বলেন, 'বলে দাও নো ফটাকা প্লিজ'। মায়ের শেখানো বুলি আওড়ায় ইউভানও। আর ছেলের সঙ্গে কথা বলার সময় পটাকাকে বারবার ফটাকা বলায় ট্রোল হন শুভশ্রী। একজন লেখেন, 'ফটাকা আবার কী? উফ পটাকা উচ্চারণ করতে পারে না'। আরেক নেটিজেন লেখেন, 'বিষয়টা সত্যি হাস্যকর, নিজেই জানে না ছেলেকে ভুল শেখাচ্ছে'। আবার অনেকে বলেন ছেলেকে বাংলা শেখানো উচিত, এত ইংরাজিতে কেন কথা বলছেন?'

Advertisement

এর আগেও বহুবার শুভশ্রী ট্রোলের মুখে পড়েছেন। কখনও তাঁর পোশাক নিয়ে, কখনও তাঁর শরীর নিয়ে আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। সব সময় এই ট্রোলের জবাব তিনি দেন না। তবে মাঝে সাঝে তিনি ট্রোলারদের একহাত নিতে ছাড়েন না। দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুটিতে মেতে উঠছেন। শেষবার শুভশ্রীকে দেখা গিয়েছিল বাবলি ছবিতে। পরবর্তীতে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে শুভশ্রীকে।
 

POST A COMMENT
Advertisement